‘অর্থমন্ত্রীর বক্তব্যে ওয়েজবোর্ড বাস্তবায়নের পথ বন্ধ হয়ে যায়নি’

0
92

প্রধানমন্ত্রীর নিদের্শে সাংবাদিকদের নবম ওয়েজবোর্ড এর চেয়ারম্যান নিয়োগসহ ৮০ ভাগ কার্যক্রম শেষ হয়েছে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অর্থমন্ত্রীর বক্তব্যে ওয়েজবোর্ড বাস্তবায়নের পথ বন্ধ হয়ে যায়নি। বুধবার দুপুরে মহাসড়কের চার লেনের কাজ পরিদর্শনকালে টাঙ্গাইল রাবনা বাইপাসে সাংবাদিকদের এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, দীর্ঘদিনের টানা বর্ষণের কারণে সড়ক-মহাসড়কের বিভিন্ন স্থানে খানা-খন্দকের সৃষ্টি হওয়ায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে দেশের সকল সড়ক-মহাসড়ক মেরামতের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। আর তা শেষ না করতে পারলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ওবায়দুল কাদের অারও বলেন, জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত চার লেনের কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রত্যাশার তুলনায় এগিয়ে রয়েছি, আশা করা হচ্ছে নিদিষ্ট সময়েই কাজ শেষ হবে। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নূর ই আলম, টাঙ্গাইলের প্রেসক্লাবের সভাপতি জাফর আহমদ প্রমুখ।