সিদ্দিকুরকে টিয়ারশেল নিক্ষেপকারী পুলিশ কর্মকর্তা শনাক্ত, হেড কোয়ার্টারের তদন্ত কমিটির প্রতিবেদন

0
0

শাহবাগে সিদ্দিকুরের ওপর পুলিশের হামলা ঘটনায় গঠিত ডিএমপি হেড কোয়ার্টারের তদন্ত কমিটির প্রতিবেদন সোমবার দুপুরে পুলিশ কমিশনারের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সিদ্দিকুরের চোখে যে পুলিশ কর্মকর্তা খুব কাছ থেকে টিয়ারশেল মেরেছেন প্রতিবেদনে তাকে শনাক্ত করা হয়েছে । এছাড়া, দু’জন ইন্সপেক্টর ও তিনজন কনস্টেবলের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে। ডিএমপি হেডকোয়ার্টারের যুগ্ম কমিশনার মীর রেজাউল আলম এ বিষয়ে বলেন, ‘আমাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি কমিশনার কার্যালয়ে।’ তবে পেশ করা ওই প্রতিবেদনে কী আছে, কয়জনকে অভিযুক্ত করা হয়েছে, সে বিষয়ে কোনও তথ্য জানাননি তিনি।

পুলিশের একজন কর্মকর্তা জানান, ডিএমপি কমিশনার দেশে না থাকায় ওই প্রতিবেদনের খুঁটিনাটি বিষয় কিংবা কোনও কোয়ারি আছে কিনা, তা জানার জন্য কমিশনারের অপেক্ষায় আছেন সবাই। ওই কর্মকর্তা আরও জানান, ‘সিদ্দিকুরের চোখে যে পুলিশ কর্মকর্তা খুব কাছ থেকে টিয়ারশেল মেরেছেন, তাকে শনাক্ত করা হয়েছে প্রতিবেদনে। এছাড়া শাহবাগ থানা ও পাবলিক অর্ডার ম্যানেজমেন্টেন বেশ কয়েকজনের বিরুদ্ধে অপেশাদার আচরণের সুনির্দিষ্ট তথ্য পেয়েছেন। তাদের সবার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।

সূত্রমতে, দু’জন ইন্সপেক্টর ও তিনজন কনস্টেবলের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, ‘তদন্ত রিপোর্ট জমা হলেও রিপোর্টের বিষয়ে ডিএমপি কমিশনার ছাড়া বিস্তারিত জানা সম্ভব নয়।’