বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ-এর মৃত্যু নিয়ে তৈরি হয়েছে নতুন এক রহস্যে। সালমান হত্যা মামলার অন্যতম আসামী রুবি জানান ‘সালমান শাহ আত্মহত্যা করেন নি তাকে খুন করা হয়েছে।’ তার ভাষ্যমতে সালমানশাহ মৃত্যুর সঙ্গে তাঁর স্ত্রী সামিরার পরিবার ও রুবির স্বামী জড়িত। আমেরিকা প্রবাসী রাবেয়া সুলতানা রুবি সম্প্রতি নিজের ফেসবুকে আপলোড করেছেন একটি ভিডিও। সেটি এখন মিলছে ইউটিউবেও।
আপলোডকৃত ভিডিওতে তিনি বলেছেন, ‘সালমান শাহ আত্মহত্যা করেনি, সালমান শাহ খুন হয়েছে। তাঁর হাজব্যান্ড সামিরার ফ্যামিলি মিলে এই হত্যা করিয়েছে।’ সালমান শাহের মা নীলা চৌধুরীকে উদ্দেশ্য করে ভিডিওতে রুবি বলেছেন, ‘ভাবী, আপনার ছেলেকে খুন করা হয়েছে। আমার যা করার আমি করবো, আমি পালিয়ে চলে এসেছি নাইলে আমাকেও মেরে ফেলতো ওরা সবাই মিলে।’
তিনি আরো বলেন,’দয়া করে কিছু করেন ভাবী। এটা খুন ছিলো, ইমন আত্মহত্যা করে নাই , খুন করানো হয়েছে। আমার বাপরেও মনে হয় মেরে ফেলছে ভাবি, আমি জানি না, আমার ভাইটাকেও মেরে ফেলছে মনে হয়।’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এরই মধ্যে এই ভিডিওটি ভাইরাল হয়েছে। রুবি দাবি করেছেন তিনিই শেষ ব্যক্তি যিনি এই খুনের ব্যাপারে বিস্তারিত জানেন। এ অবস্থায় সালমানের হত্যাকারীরার রুবির প্রাণনাশ করতে পারে বলে আতঙ্কিত বোধ করছেন।
অভিনয় দিয়ে সবার মনে স্থান করে নেন নায়ক সালমান শাহ। অগনিত ভক্তকে কাঁদিয়ে ১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান এই কিংবদন্তি। পুলিশকে সালমান শাহ’র মৃত্যুকে তার স্ত্রী সামিরা আত্মহত্যা বলে জানান। কিন্তু তাঁর পরিবার এটিকে খুন বলে দাবী করে। পুলিশ ও দু’বার ময়নাতদন্ত করে সালমান শাহ;র মৃত্যুকে আত্মহত্যা বলেছিলো। এই মামলায় আসামী করা হয় ১১ জনের বিরুদ্ধে। ভিডিওটি প্রকাশকারী নিজে আসামী হওয়ায় তাঁর এই ভিডিও নিয়ে বেশ কিছু মানুষের মনে সন্দেহের সৃষ্টি হয়েছে। কি কারেণে এতদিন পরে এরকম ভিডিও এ নিয়েও প্রশ্ন অনেকের মনে।
Source : somoynews