সাতটি দেশে বাংলাদেশ মিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন

0
0

সাতটি দেশের নতুন সাতটি স্থানে বাংলাদেশ মিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এই সাতটি স্থান হলো সিডনি, টরেন্টো, চেন্নাই, কাবুল, খার্তুম, ফ্রিটাউন ও বুখারেস্ট। এছাড়া নজরুল ইনস্টিটিউট আইন ২০১৭’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

অটিজম আক্রান্ত ব্যক্তিদের কল্যাণে কাজের স্বীকৃতি স্বরূপ ‘ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ পাওয়ায় প্রধানমন্ত্রী কন্যা ও অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।