এডিস মশা নিয়ন্ত্রণে গাপ্পি মাছ ছাড়বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

0
0

ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি করপোরেশনের সব নর্দমায় গাপ্পি মাছ দেয়া হবে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। সোমবার দুপুরে রাজধানীর বেইলি রোডের স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে চিকুনগুনিয়া ও ডেঙ্গু রোগ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সেমিনারে তিনি এ কথা বলেন।

এ সময় মেয়র সাঈদ খোকন বলেন, ‘আমার পিতা ডেঙ্গুর সময় নর্দমায় গাপ্পি মাছ ছেড়েছিলেন। যাতে করে লার্ভা নষ্ট হয়ে যায়। এতবছর পরে তার সন্তান হিসেবে আমি আবার সেই প্রকল্প চালু করতে যাচ্ছি। সাড়ে চারশো কিলোমিটার নর্দমার জন্যে পনেরো লক্ষ গাপ্পি মাছের প্রয়োজন হবে।’