ময়মনসিংহের কলসিন্দুর স্কুল এ্যান্ড কলেজের ২৮ জন নারী ফুটবলারকে প্রাণ আর এফ এল গ্রুপের ‘দূরন্ত বাই-সাইকেল’ এর পক্ষ থেকে বাই-সাইকেল উপহার দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে গাজীপুরের শ্রীপুরে সিংগার দিঘী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠাণে চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ ওই নারী ফুটবলারদের হাতে সাইকেল তুলে দেন।
জানা গেছে, ময়মনসিংহের হালুয়াঘাটের কংস নদীর পাড়ে ঈদুল ফিতর উপলক্ষে কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠাণে শাইখ সিরাজের সঙ্গে আলাপ হয় কলসিন্দুর স্কুল এ্যান্ড কলেজের মাধ্যমিক স্তরের শিক্ষার্থী ও জাতীয় অনুর্ধ্ব ১৬’ দলের নারী ফুটবলারদের। সেসময় শিক্ষার্থীরা তাদের স্কুলে যাতায়াতের সমস্যার কথা তুলে ধরেন। শাইখ সিরাজ নারী শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতের জন্য প্রাণ আর এফ এল গ্রুপের ‘দূরন্ত বাই-সাইকেলে’এর পক্ষ থেকে ২৮জন নারী ফুটবলার শিক্ষার্থীকে সাইকেল প্রদান করেন।
অনুষ্ঠানে সিংগারদিঘী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফজলুল হক ফরাজী, প্রধান শিক্ষক মো.সুরুজ্জামান, কলসিন্দুর স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মালা রানী সরকার ও দূরন্ত বাই-সাইকেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাকিবুল আহসানসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।