কিশোরগঞ্জের শম্ভুপুরে রেলেগেটে বাস-ট্রেন সংঘর্ষে বাসের ৪০ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর ১০ জনকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ভৈরবগামী লোকাল ট্রেন কালিকাপ্রসাদ স্টেশন থেকে শম্ভুপুরের দিকে যাচ্ছিলো। একই সময় শম্ভুপুর রেলক্রসিংয়ে কোন সিগনাল না থাকায় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী ঈশাখাঁ পরিবহনের যাত্রীবাহী বাস রেল লাইনে উঠে পড়ে। এসময় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসটি ছিটকে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত ৪০ যাত্রীকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর অবস্থায় এদের মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেলে পাঠায় চিকিৎসক।
এদিকে গেটম্যানের গাফিলতির কারণে এ দুর্ঘটনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে ২ ঘণ্টা যানচলাচল বন্ধ ছিলো।