ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন হাসান রুহানি

0
0

দ্বিতীয় দফা ইরানের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন ড. হাসান রুহানি। বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি তাকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের অনুমোদন দেন।

এসময় হাসান রুহানি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। ইরানের ওপর মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা নিষেধাজ্ঞা তেহরানকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করছে বলেও মন্তব্য করেন রুহানি।

গেল ১৯ মে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে শতকরা ৫৭ ভাগ ভোট পেয়ে হাসান রুহানি দ্বিতীয় দফা প্রেসেডন্ট হিসেবে নির্বাচিত হন। ইরানের আইন অনুযায়ী নির্বাচিত প্রেসিডেন্টকে জাতীয় সংসদে শপথ নেওয়ার আগে সর্বোচ্চ নেতার অনুমোদন নিতে হয়।

এ প্রক্রিয়ার মধ্য দিয়ে সর্বোচ্চ নেতা প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন।