সংশ্লিষ্ট বিভাগের দূর্নীতি, অবহেলা, নির্মাণ কাজে নি¤œমানের কাঁচামাল ব্যবহার, সঠিকভাবে নিয়মিত সংস্কার না হওয়া, সড়কে ভারী যানবাহন চলাচল ও অপরিকল্পিত উন্নয়নের কারনে ভেঙ্গে পড়ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার অভ্যন্তরীন সড়ক যোগাযোগ ব্যবস্থা। শিল্পাঞ্চল এ উপজেলার প্রতিটি সড়কই এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এসব সড়কগুলোতে যানবাহনে চলাচল তো দূরে থাক, পায়ে হাঁটাও দায় হয়ে পড়েছে। তবুও ঝুঁকি নিয়ে এলাকাবাসীদের এসব সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। ফলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ী, নারী, শিশু, বৃদ্ধসহ স্থানীয়দের। সড়কগুলোতে যানবাহন চলাচলে অনুপযোগী হওয়ায় বিপাকে পড়েছে শিল্প কারখানার মালিক ও ব্যবসায়ীগণ। এতে এ উপজেলার কারখানার উৎপাদন বিঘেœর আশংকা সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এজন্য সংশ্লিষ্ট বিভাগ ও সংসদ সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধিদের অবহেলা ও দূর্নীতিকে দায়ী করছেন।
গাজীপুর সড়ক ও জনপথ, স্থানীয় সরকার প্রকৌশল ও শ্রীপুর পৌরসভা সূত্রে জানা গেছে, গাজীপুরের শ্রীপুর উপজেলায় ৫৭কিলোমিটার রাস্তা সড়ক ও জনপথ বিভাগ দেখাশোনা করেন। এই ৫৭কিলোমিটার সড়ক ভাঙ্গা-চোরা খানাখন্দে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। অপরদিকে শ্রীপুর পৌরসভার অধীনে ২২কিলোমিটার কার্পেটিং, ৯০কিলোমিটার এইচ.বি.বি সলিং সড়ক সংস্কারের অভাবে চলাচলে অনুপযোগী। এদিকে, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীন ৩৬৯কিলোমিটার পাকা রাস্তা ও ১হাজার ৭৪কিলোমিটার কাঁচা রাস্তাও অধিকাংশই ভেঙ্গে অসংখ্য গর্ত হয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানান, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার অভ্যন্তরীন সড়ক যোগাযোগ ব্যবস্থা একেবারেই ভেঙ্গে পড়েছে। সংশ্লিষ্ট বিভাগের দূর্নীতি, অবহেলা, নির্মাণ কাজে নি¤œমানের কাঁচামাল ব্যবহার, সঠিকভাবে নিয়মিত সংস্কার না হওয়া, সড়কে ভারী যানবাহন চলাচল ও অপরিকল্পিত উন্নয়নের কারনে মূলতঃ এ অবস্থার সৃষ্টি হয়েছে। এজন্য স্থানীয় সংসদ সদস্য ও মেয়রসহ জনপ্রতিনিধিদের অবহেলাকেও দায়ী করছেন তারা।
এলাকাবাসী আরো জানান, শ্রীপুর উপজেলা সদরের সঙ্গে ৮টি ইউনিয়নের যোগাযোগ স্থাপনকারী প্রধান প্রধান সড়কগুলোর অবস্থাও বেহাল। উপজেলার অন্যতম জনগুরুত্বপূর্ণ শ্রীপুর-বরমী সড়ক। শ্রীপুর থানাসহ পার্শ্ববর্তী ময়মনসিংহের গফরগাঁও, কাপাসিয়া উপজেলাসহ হাজার হাজার জনসাধারণ সড়কটি দিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপন করে থাকে। কিন্তু গত দুই বছর যাবৎ নানা ধরনের জটিলতায় এসড়কটির প্রায় ৭কিলোমিটার অংশের কাজ বন্ধ রয়েছে। এতে ওই সড়কটিতে কয়েক মাস যাবৎ যানচলাচল বন্ধ রয়েছে। বরমী ইউনিয়নের সাথে বিকল্প যোগাযোগ স্থাপনকারী অন্যান্য সড়কও বেহাল থাকায় চলাচলকারী যাত্রীরা বিপাকে পড়েছেন। সড়কগুলোতে বড় বড় যানবাহন চলাচল না করায় এবং রাস্তা খারাপের অজুহাতে সিএনজি অটোরিক্সায় যাত্রীদের দ্বিগুণ ভাড়ায় চলাচল করতে হচ্ছে। এদিকে, এই সড়কের উন্নয়নে ৭১কোটি টাকা ব্যয় নির্ধারণ দরপত্র আহ্বান করেছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ, যা আগামী ডিসেম্বর মাস নাগাদ কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
শ্রীপুর পৌর এলাকার মাষ্টারবাড়ী-শ্রীপুর সড়কের ছয় কিলোমিটার অংশ গত প্রায় পাঁচ বছর যাবত উন্নয়ন না হওয়ায় খানা খন্দসহ বড়বড় গর্তের সৃষ্টি হয়ে বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটির এ অবস্থার জন্য আশপাশের কয়েকটি বিভিন্ন শিল্প কারখানার ভারী যানবাহন চলাচল করায় মূলতঃ এ অবস্থার সৃষ্টি হয়েছে। এসড়কটির উন্নয়নের জন্য গত কয়েকদিন আগে এলাকাবাসী উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে। এ ছাড়াও শ্রীপুর পৌরসভার অধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হতে আনসার রোড-বেলতলী সড়ক, আনসার রোড-শ্রীপুর সড়ক, শ্রীপুর সদর থেকে লোহাগাছ ফালু মার্কেট সড়ক, মাওনা চৌরাস্তা-বারতোপা সড়ক, পিয়ার আলী কলেজ-কড়ইতলা, আসপাডা মোড়-শ্রীপুর সড়ক, আনসার রোড-ফখরুউদ্দিন টেক্সটাইল সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
শ্রীপুর উপজেলার সঙ্গে যোগাযোগ রক্ষাকারী শ্রীপুর ঘুন্টিঘর-সাতখামাইর-কাওরাইদ সড়ক, মাওনা পল্লীবিদ্যুৎ মোড়-বরমী সড়ক, নয়নপুর-বরমী সড়ক, মাওনা-ফুলবাড়ীয়া সড়ক, সলিংমোড়-গাজীপুর বাজার, নয়নপুর-চকপাড়া মেডিকেল মোড়, জৈনা বাজার-শৈলাট, শ্রীপুর-রাজাবাড়ী, শ্রীপুর-কাপাসিয়া, বরামা-সিংহশ্রী, বরমী-ত্রিমোহনী, এমসি বাজার-শিশু পল্লীসড়ক সহ প্রায় অর্ধশতাধিক সংযোগ সড়ক বেহাল দশায় পড়েছে। খানাখন্দের ফলে উপজেলা সদরের সঙ্গে সংযোগ সড়কগুলোতে যানবাহন চলাচল করতে না পারায় ভারী ও মাঝারী যানবাহন গ্রামীন সড়কে চলাচল করায় ওই সড়কগুলোও ক্ষতি হচ্ছে। ছোট ছোট প্রকল্পের মাধ্যমে এসব সড়কের খানাখন্দ ভরাটের নামে বিভিন্ন সময় সরকারী অর্থের অপচয় করা হচ্ছে। যার সুফল সাধারণ জনগণ পাচ্ছে না।
বরমী বাজারের ব্যবসায়ী রিপন সাহা ও খলিলুর রহমান, ত্রিমোহনী এলাকার শফিকুল ইসলাম মন্ডলসহ স্থানীয়রা বলেন, প্রায় দুই বছর যাবত বরমীর সড়কটি অকেজো থাকায় এ এলাকার ব্যবসা বাণিজ্যের দারুণ ক্ষতি হচ্ছে। পণ্য আনা নেয়ায় অতিরিক্ত খরচ পরিশোধ করতে হচ্ছে। ফলে ব্যবসায়ীরা ভধিক মূল্যে পণ্যদ্রব্য বিক্রি করতে বাধ্য হচ্ছেন। যার প্রভাব গিয়ে সাধারণ ভোক্তাদের উপর পড়ছে। এ ছাড়াও ওই সড়কে বাস-লেগুনা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় গত দুই বছর যাবৎ বরমী এলাকায় সিএনজি চালিত অটো রিক্সায় চড়ে স্থানীয়দের যাতায়াত করতে হচ্ছে। আর এ সুযোগে অটোরিক্সার চালকগণ যাত্রীদের কাছ থেকে ৮কিলোমিটার রাস্তার ভাড়া ৮০টাকা আদায় করছে। অর্থের সঙ্গে সময়ও অপচয় হচ্ছে। সড়কে তুলনামুলক ভাবে কম সংখ্যক যানবাহন চলাচল করায় সাধারণ লোকজনকে পায়ে হেঁটে তাদের গন্তব্যে যেতে হচ্ছে। এতে শিক্ষার্থীসহ নারী-শিশুদের দুর্ভোগ পোহাতে হচ্ছে সবচেয়ে বেশী। ফলে দুর্বিষহ হয়ে উঠেছে স্থানীয় জনজীবন।
সাতখামাইর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণী লাবিব হোসেন বলেন, আমি সোনাকর থেকে প্রতিদিন বাস যোগে ঘুন্টিঘর পর্যন্ত আসতাম। এখন যানবাহন চলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটে স্কুলে আসতে হয়। এতে সময়মতো বিদ্যালয়ে উপস্থিত হতে পারি না।
বরমী বাজারের খলিল এন্টারপ্রাইজের মালিক খলিলুর রহমান বলেন, প্রতিদিন আমার ১০টি ড্রাম্প ট্রাকের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে বালু সরবরাহ করতাম। রাস্তার দুরবস্থার জন্য এখন ব্যবসা সম্পূর্ণ বন্ধ রয়েছে। কিস্তিতে কেনা ১০ট্রাকের কিস্তি দিতে পারছি না।
গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল ইসলামসহ একাধিক ব্যবসায়ী বলেন, শ্রীপুরের অভ্যন্তরীন যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় একমাত্র সিএনজি অটোরিক্সায় চলাচলে জীবন দুর্বিসহ মনে হচ্ছে। সময়মতো কোন কাজই যাচ্ছে না। কারখানার পরিবহন চলাচলে বিঘœ হওয়ায় স্থানীয় কারখানাগুলোর উৎপাদনও ব্যাঘাত ঘটছে।
মাওনা চৌরাস্তা ঔষধ ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, মাওনা চৌরাস্তা-মাওনা বাজার সড়কটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ায় জলাবদ্ধতায় রাস্তা ক্ষতিগ্রস্থ হয়ে চরম দুরাবস্থায় পড়েছে চলাচলকারী লোকজন। আশপাশের ব্যবসায়ীসহ কয়েকটি হাসপাতালের রোগী আনা নেয়ার কাজে বিঘেœর সৃষ্টি হচ্ছে।
শ্রীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী মোল্ল্যা বলেন, নতুন অর্থবছরে বেহাল সড়কগুলো সংস্কারের জন্য তালিকা তৈরীর কাজ চলছে, দ্রুত সময়ে দরপত্র আহ্বান করা হবে।
এলজিইডি’র শ্রীপুর উপজেলা প্রকৌশলী সুজায়েত হোসেন বলেন, বিভিন্ন চলাচল অনুপযোগী সড়ক সংস্কারের জন্য ৪০ কোটি টাকার কাজ চলমান রয়েছে। এছাড়াও বাকী ক্ষতিগ্রস্থ রাস্তা সংস্কারের জন্য বরাদ্ধ চাওয়া হয়েছে।
গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী কে.বি.এ সাদ্দাম হোসেন সড়কগুলো অবস্থা বেহাল থাকার কথা স্বীকার করে বলেন, যেহেতু শ্রীপুর উপজেলা শিল্পকারখানা সমৃদ্ধ। সড়কগুলোতে লোড ক্যাপাসিটির চেয়ে ভারী যানবাহন চলাচল করায় সড়কগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে। সড়ক ও জনপথের অধীনগুলো সংস্কারের জন্য ২০৭কোটি টাকা বরাদ্ধ হয়েছে শীঘ্রই কাজ শুরু হবে।