গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষানুরাগী (বিদ্যোৎসাহী) হিসেবে নির্বাচিত হয়েছেন মুনশুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আব্দুর রহমান আরমান। তিনি কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৭ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যাচাই-বাছাই কমিটির বিজ্ঞ বিচারক মন্ডলী তাকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষানুরাগী নির্বাচিত করেন। জেলার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বৃহস্পতিবার সকালে তিনি গাজীপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সাক্ষাতকার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এর আগে তিনি ২০১৪ সালে একই উপজেলার শ্রেষ্ঠ শিক্ষানুরাগী নির্বাচিত হয়েছিলেন।
কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহমান আরমান একই বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি। তিনি দৈনিক ইত্তেফাক, দ্যা এশিয়ান এইজ ও জাগো নিউজ কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি।