রাজশাহী মহানগর যুবলীগের কমিটির সাংগঠনিক সম্পাদক রায়হানুর রহমান রয়েলকে অবশেষে অব্যাহতি দেয়া হয়েছে। ওই কমিটিতে রয়েলের বাবা রমজান আলী সভাপতি।যুবলীগের একই কমিটিতে বাবা-ছেলের গুরুত্বপূর্ণ পদে থাকা নিয়ে বুধবার যুগান্তরে একটি সংবাদ প্রকাশিত হয়।বাবা-ছেলে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক’ শিরোনামে ওই সংবাদ প্রকাশের পর মহানগর যুবলীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়।
যুবলীগের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজু জানান, সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী রাজশাহী মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রায়হানুর রহমান রয়েলকে অব্যাহতি দিয়েছেন।যুগান্তরের খবরে বলা হয়, মহানগর যুবলীগের সম্মেলনের এক বছরের বেশি সময় পরে গত ৯ জুলাই পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ১১১ সদস্যের এ কমিটিতে এবার বাপ-ছেলে দুজনই ঠাঁই পেয়েছেন গুরুত্বপূর্ণ পদে।মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী তার ছেলে রায়হানুর রহমান রয়েলকে সাংগঠনিক সম্পাদক পদে ঠাঁই দিয়েছেন।এর আগে এক যুগেরও বেশি সময় ধরে সভাপতি পদ আঁকড়ে ছিলেন রমজান। অবশেষে গত বছর ৫ মার্চ অনুষ্ঠিত কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের সভাপতি নির্বাচিত হন তিনি।এখন পূর্ণাঙ্গ কমিটিতে ছেলেকে রেখেছেন গুরুত্বপূর্ণ পদে। রয়েল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মাস্টার্সের ছাত্র।