ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষককে মারধর: ২ দিন ক্লাস বন্ধ

0
225

ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষককে মারধরের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি পুনর্গঠন করা হয়েছে। সেই সঙ্গে ২ ও ৩ আগস্টের সব ক্লাস বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি পুনর্গঠন ও দুই দিন ক্লাস বাতিলের কথা জানানো হয়। নিরপেক্ষ তদন্তের স্বার্থে এবং শিক্ষার্থী ও অ্যালামনাইদের পরামর্শে কমিটি পুনর্গঠনের উদ্যোগ বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন। তবে সদস্য সংখ্যা অপরিবর্তিতই রয়েছে।

পুনর্গঠিত কমিটিতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ও ম্যাথমেটিকস অ্যান্ড ন্যাচারাল সায়েন্সেস বিভাগের চেয়ারপারসন অধ্যাপক এ এফ এম ইউসুফ হায়দার, ঢাবি’র ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান সৈয়দ মনজুরুল ইসলাম, ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক আফসান চৌধুরী, ব্র্যাক ইউনিভার্সিটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি তাজদিন হাসান এবং শিক্ষার্থীদের একজন প্রতিনিধি।এ কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্তে পাওয়া তথ্যাদিসহ প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। ৩ আগস্ট থেকে শুরু হবে তাদের সময়। বিশ্ববিদ্যালয়ের নীতি এবঙ দিকনির্দেশনার ব্যাপারেও পরামর্শ দেবেন তারা।ব্র্যাক ইউনিভার্সিটির দেওয়া বক্তব্য অনুযায়ী, এ ঘটনাকে খুব গুরুত্বের সঙ্গে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা চলমান সমস্যা নিরসনের মাধ্যমে শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে পুরোপুরি বদ্ধপরিকর বলেও জানান।

এর আগে মঙ্গলবার (১ আগস্ট) ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষককে মারধরের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।পুনর্গঠিত কমিটিতে পুরনোদের মধ্যে আছেন অধ্যাপক এ এফ এম ইউসুফ হায়দার। আগের কমিটিতে আরও ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির আর্কিটেকচার বিভাগের চেয়ারপারসন অধ্যাপক আদনান মোরশেদ, অধ্যাপক মালাবিকা সরকার এবং একজন করে শিক্ষার্থী ও অ্যালামনাই প্রতিনিধি।গত ৩০ জুলাই ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার মাহমুদ শাহুল আফজাল ও সহকারী রেজিস্ট্রার মো. মাহি উদ্দিন ও জাভেদ রাসেলের বিরুদ্ধে একই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল বিভাগের শিক্ষক ফারহান উদ্দিন আহম্মেদকে মারধরের অভিযোগ ওঠে।