সরকার উন্নয়নের দোহাই দিলেও সারা দেশে শুধু অন্যায় আর অপকর্ম করে যাচ্ছে।পরাজয়ের ভয়েই বিএনপির সহায়ক সরকারের দাবিকে পাশ কাটানোর চেষ্টা করছে। এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বগুড়ায় মা-মেয়ে নির্যাতনের ঘটনার প্রতিবাদে বুধবার জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এতে অংশ নিয়ে ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় নেতাকর্মীদের এমন আচরণে ক্ষোভ ও নিন্দা জানিয়ে বিএনপি’র সিনিয়র নেতারা বলেন, গায়ের জোরে সরকার ক্ষমতায় টিকে রয়েছে। জনপ্রিয়তা যাচাইয়ে ক্ষমতা ছেড়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান দলটির সিনিয়র নেতারা।
এসময় ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় আইনের শাসনের পথে যুগান্তকারী বলেও মন্তব্য করেন তারা। এ সময় ষোড়শ সংশোধনী বাতিল করে আপিল বিভাগের রায়কে সাধুবাদ জানান, দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এ রায়ে মানুষের মনে আশার সঞ্চার ঘটিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউনসিল বোর্ড সমর্থন করে এখানে আইনের শাসনের যাত্রাপথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এ দেশের মানুষের মনে এই দু:সময়ে দু:শাসনের মধ্যে কিছুটা হলেও আশার সঞ্চার হয়েছে।