গাজীপুরের শ্রীপুরে গ্রেফতারকৃত আসামী এক মাছ ব্যবসায়ীর পরিবারের কাছে টাকা দাবীর প্রতিবাদে এবং তাকে ছেড়ে দেওয়ার দাবীতে সোমবার রাতে ওই ব্যবসায়ীর স্বজনরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দেড় ঘন্টা অবরোধ করে। এসময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। গ্রেফতারকৃতের নাম সেলিম মিয়া (২৫)। সে গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড এলাকার তাহের আলীর ছেলে।
শ্রীপুর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, মাদকের একটি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী সেলিম মিয়াকে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় গ্রেফতারকৃতের স্বজনেরা গ্রেফতারী পরোয়ানার চ্যালেঞ্জ করে এবং তাকে ছেড়ে দেওয়ার দাবী জানায়। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে গ্রেফতারকৃতকে জোর পূর্বক ছাড়িয়ে নিতে পুলিশকে বাধা দেয়ার চেষ্টা করে। পুলিশ তাদের বাধা অতিক্রম করে আসামী সেলিমকে থানায় নিয়ে যায়। এঘটনার পর সেলিমের স্বজনরাসহ অন্যান্য ব্যবসায়ীরা একত্রিত হয়ে আটক সেলিমের মুক্তির দাবীতে লাঠিসোটা নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় মোহা সিএনজির ষ্টেশনের সামনে মহাসড়কের উপর অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় তারা টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে মহাসড়কের উভয় দিকে কয়েক কিলোমিটার এলাকা দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিবেচনার আশ্বাস দিলে রাত ৯টার দিকে মহাসড়ক থেকে অবরোধকারীরা তাদের অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
গ্রেফতারকৃতের চাচাতো ভাই নাসির উদ্দিন ও তার স্বজনেরা জানান, শ্রীপুর মডেল থানার শিক্ষানবিশ উপ-পরিদর্শক (পিএসআই) আবু বকর সিদ্দিক সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাছ ব্যবসায়ী সেলিমকে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। পরে ছেড়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে দুই লাখ টাকা দাবী করে পুলিশের ওই কর্মকর্তা। কিন্তু টাকা দিতে না পারায় সেলিমকে মারধোর করে গাড়ীতে তুলে শ্রীপুর থানায় নিয়ে যায় পুলিশ।
শ্রীপুর মডেল থানার পিএসআই আবু বকর সিদ্দিক জানান, গ্রেফতারকৃতকে ছেড়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে দুই লাখ টাকা দাবীর অভিযোগটি গ্রেফতারকৃতের আত্মীয় স্বজনদের সাজানো ও মিথ্যা ঘটনা।