আজ ১ আগষ্ট বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৩য় তলায় ৬নং গ্যালারীতে বাংলাদেশের মাহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক সংবাদচিত্র প্রদর্শনীর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গন-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াবহ লোকহর্ষক হত্যাকান্ডের কথা তুলে ধরে বলেন, এই নৃশংস, উন্মাদ যে কর্মকান্ড যার পৈশাচিকতা, জিঘাংসার অমানবিক হত্যা পৃথিবীর ইতিহাসে আর কয়টি ঘটেছে বলা মুশকিল? সেদিন নারী-শিশুসহ অনগাত সবাইকে হত্যা করেছিল। শুধু ধানমন্ডির-৩২ নম্বরের এই বাড়িতেই নয় আরো তিনটি বাড়িতে এই হত্যাযজ্ঞ চালিয়েছিল। তিনি আরো বলেন, তাদের লক্ষ্য ছিল বঙ্গবন্ধু এবং তার পরিবারের যারা বঙ্গবন্ধুর হত্যার পরে এই বাঙালি জাতিকে সংগঠিত করতে পারে তাদের সবাইকে নির্মুল করা। সেইজন্যই সেদিন অত্যন্ত পরিকল্পিতভাবে এই হত্যাযজ্ঞ পরিচালনা করা হয়। হ্যাঁ তারা বাঙালি কিন্তু তারা পাকিস্তানীদের এজেন্ট ছিল, অনুচর ছিল। এমনকি মুক্তিযুদ্ধের ভিতরে তারা প্লান্ডেড ছিল। যাদেরকে অনুপ্রবেশ করানো হয়। এই বাংলাদেশকে যারা মানতে পারেনি, পৃথিবীর মানচিত্রে-এই সমস্ত শক্তি একত্রিত হয়ে আন্তর্জাতিক বিশ্বে এবং বাংলাদেশে বসবাসকারীরা, পাকিস্তানের ভাড়াটে আন্তর্জাতিক কুচক্রীরা এই হত্যাকান্ড সংগঠিত করে। ওই দিনের মানসিক অব¯’ার কথা তুলে ধরে তিনি, এটি কোন আকস্মিক ঘটনা নয়। আজকে এটি দিবালোকের মতো পরিষ্কার। এবং এই হত্যাকান্ডের ফলে আমাদেরকে দীর্ঘ সময় মাশুল দিতে হয়েছে। কিছু তুলনা হয় সেই তুলনা গুলো আসলে রুচিহীন তুলনা। কোথায় শেখ হাসিনা। একই সঙ্গে তিনি মমতাময়ী, বুদ্ধিদীপ্ত, উচ্চ শিক্ষায় শিক্ষিত কিভাবে তুলনাটা আসে এই প্রশ্নটা রাখি। তুলনার প্রশ্নই আসে না। আকাশের ছায়া যখন মুখে পড়ে মনে হয় বিশাল। কিন্তু আকাশের সবটাই কি মুখে পড়তে পারে? সম ঠিক তেমনি আমাদের কর্মে চিন্তা চেতনা যত কল্পনা, যেই আমরা বঙ্গবন্ধুকে চিন্তা করি, আমরা সেই জলাধার। আর বঙ্গবন্ধু হলেন আকাশ। এই আকাশকে আমরা ছুতে পারি না। কিন্তু আকাশের দিকে তাকাতে পারি। আকাশের সেই বিশালতা, উদারতা সাহসী এবং দেওয়ার ক্ষমতা; এটা যদি আজকের যুবসমাজ যুবলীগের নেতৃত্বে ধারণ করতে পারে বঙ্গবন্ধু অনাদিকাল আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।
সভাপতির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান-মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, জাতির পিতার হত্যার তিনটি লক্ষ্য ছিলো। প্রথম লক্ষ্য ছিলো বাংলাদেশকে নেতৃত ¡শূন্য করা, দ্বিতীয় লক্ষ্য ছিলো, নেতৃত্ব শূণ্য করে বাংলাদেশকে আরেকটা পাকিস্তান বানানো। তৃতীয় লক্ষ্য ছিলো, এদেশের মানুষের অধিকার হরণ। তিনি আরও বলেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাঙালী জাতির নেতৃত্ব গ্রহণ করে প্রথম ষড়যন্ত্র মোকাবেলা করেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ স্ব মহিমায় উদ্ভাসিত। আমরা আর একটি পাকিস্তান তো হইনি, বরং পাকিস্তানের থেকে এগিয়ে আছি। রাষ্ট্র নায়ক শেখ হাসিনা তাঁর বিশ^ শান্তির দর্শন জনগণের ক্ষমতায়নের মাধ্যমে এদেশের মানুষের অধিকার নিশ্চিত করেছেন। কিন্তু ১৫ আগষ্টের ঘাতকরা এখনও সক্রিয়। বিএনপি হলো ১৫ আগষ্টের খুনীদের চেতনাাকে লালনকারী দল। বেগম জিয়া হলো ফারুক-রশীদ মোশতাকদের প্রতিনিধি। তারা এখনও ষড়যন্ত্রে মেতে আছে। এখন বেগম জিয়া লন্ডনে ষড়যন্ত্র করছে। আবার তারা বাংলাদেশকে নেতৃত্বশূণ্য করতে চায়, আবার তারা বাংলাদেশকে আরেকটা পাকিস্তান করতে চায়। আবার তারা বাংলাদেশ বাংলাদেশের মানুষের অধিকার হরণ করতে চায়। তাই, শোকের মাসে আমাদের অতন্ত্র প্রহরীর মতো জেগে থাকতে হবে। যেন আমরা বেগম জিয়া আর তারেক জিয়ার সব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারি। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে যেন জাতির পিতার স্বপ্ন পূরণ করতে পারি। বাংলাদেশ যখন উন্নত আধুনিক রাষ্ট্র হিসেবে আত্ম প্রকাশ করবে, তখনই হবে ১৫ আগস্ট হত্যা কান্ডের সবচেয়ে ভালো প্রতিশোধ।
আরো বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মো: হারুনুর রশীদ, মমতাজ এমপি, সাংবাদিক নাজমুল হোসেন, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান হিরন, আব্দুস সাত্তার মাসুদ, মো: আতাউর রহমান, সিরাজুল ইসলাম মোল্লা এমপি, শাহজাহান ভূইয়া মাখন, আনোয়ারুল ইসলাম, জাকির হোসেন খান, যুগ্ম সম্পাদক মঞ্জুর আলম শাহীন, সাংগঠনিক সম্পাদক মুহা: বদিউল আলম, ফজলুল হক আতিক, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, ইকবাল মাহমুদ বাবলু, শ্যামল কুমার রায়, মিল্লাত হোসেন, কার্যনির্বাহী সদস্য রওশান জামির রানা, এন আই আহম্মেদ সৈকত, কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম হাওলাদার, ঢাকা মাহানগর উত্তর যুবলীগ সভাপতি মাইনুল হোসেন নিখিল, দক্ষিন সভাপতি ইসমাইল চৌধুরী স¤্রাট, উত্তর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমূখ।