সহায়ক সরকার গঠনের এখতিয়ার সিইসি’র নেই: নাসিম

0
201

সহায়ক সরকার বিষয়টি সিইসি’র সংলাপে আসার কথা নয় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, সিইসি’র সহায়ক সরকার নিয়ে কোনও কিছু করার ক্ষমতা বা এখতেয়ার নেই। এটি সম্পূর্ণ সংবিধানিক বিষয়। সিইসি’র সঙ্গে সংলাপে এ ধরনের কোনও আলোচনা করে লাভ নেই। স্বাস্থ্যমন্ত্রী সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা সদরের আড়াই’শ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

সহায়ক সরকার’ বিষয়টি সিইসি’র সংলাপে আসার কথা নয় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘সিইসি’র সহায়ক সরকার নিয়ে কোনও কিছু করার ক্ষমতা বা এখতেয়ার নেই। এটি সম্পূর্ণ সংবিধানিক বিষয়। সিইসি’র সঙ্গে সংলাপে এ ধরনের কোনও আলোচনা করে লাভ নেই। স্বাস্থ্যমন্ত্রী ৩১ জুলাই (রবিবার) দুপুরে সিরাজগঞ্জ জেলা সদরের আড়াই’শ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনকে কিভাবে শক্তিশালী করা যায়, সংলাপে অংশগ্রহণকারীদের বরং সে বিষয়ে পরামর্শ দেওয়া উচিৎ। কিভাবে ভালো একটি নির্বাচন করা যায়, সংলাপে সে বিষয়ে সিইসিকে পরামর্শ দেওয়া যেতে পারে। এর বাইরে আর কিছু নয়। বিএনপিকে আগামী নির্বাচনে অবশ্যই আসতে হবে। নির্বাচনে না আসলে, তাদেরই বরং অস্তিত্ব থাকবে না। ভোট জনগণের মৌলিক অধিকার মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন,‘জনগণই ঠিক করবে, তারা কাকে ভোট দিবেন। নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর আমাদেরও কোনও ক্ষমতা থাকবে না। জেলা প্রশাসক, পুলিশ সুপার, পুলিশের পদস্থ কর্মকর্তাসহ অন্য কর্মকর্তারাও তখন নির্বাচন কমিশনের কথা শুনবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তখন নাম মাত্র সরকার প্রধান থাকবেন। এমনকি তার কথাও শুনবে না নির্বাচন কমিশন। এটিই স্বাভাবিক।এর আগে সদর হাসপাতালের নতুন সম্প্রসারিত ভবনের সন্মেলন কক্ষে চিকিৎসক ও নার্সদের সঙ্গে মত-বিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী আবারও জেলার সব স্বাস্থ্যকর্মীদের সতর্ক করে বলেন, ‘এত সুন্দর অট্টালিকা ও এতো এতো যন্ত্রপাতি দিয়ে কি লাভ, যদি চিকিৎসক-নার্সরা তাদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন না করেন।হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. উদয় নারায়াণ মোহন্তের সভাপতিতে স্বাচিব সহ-সভাপতি ডা. ওয়ালিউর রহমান, সদর পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, শহীদ এম.মনসুর আলী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. রেজাউল করিম, সিভিল সার্জন ডা. শেখ মো. মঞ্জুর রহমান প্রমুখ ওই সভায় বক্তব্য রাখেন।বিকেলে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজিত কৃষি মেলার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।