ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগের একটি টিম ৩ বছর ৯ মাস বয়সী শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে। গত ৩০/০৭/১৭ তারিখ রাত ০১.০০ টায় বাড্ডা থানাধীন আদর্শনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম- মোঃ শিপন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম তার বাবা-মার সাথে ভাড়া থাকতেন বাড্ডা থানাধীন আদর্শনগরের মিনহাজ সাহেবের বাসায়। গতকাল ৩০/০৭/২০১৭ খ্রিঃ পার্শ্ববর্তী আমিন সাহেবের বাসায় জাহেদা আক্তার কলি নামে নতুন ভাড়াটিয়া আসে। ভিকটিম জাহেদা আক্তর কলিকে আন্টিকে ডাকে এবং তার বাসায় যায়। গ্রেফতারকৃত ব্যক্তি তার স্ত্রীসহ উক্ত বাসার ভিন্ন একটি রুমে ভাড়া থাকে। সে ডাকাতি মামলায় ৫ বছর জেল খেটে আসার পর দিন মজুরের কাজ করে। তার স্ত্রী একজন গার্মেন্টসকর্মী। গত ৩০/০৭/২০১৭ খ্রিঃ বিকাল ৫ টায় ভিকটিম আন্টির (জাহেদা আক্তার কলি) নতুন বাসা থেকে শিপনের ঘরের সামনে দিয়ে নিজের ঘরে ফিরছিল। গ্রেফতারকৃত শিপন খাবারের লোভ দেখিয়ে বাচ্চাটিকে টানদিয়ে ঘরে নিয়ে যায়। এর পর গ্রেফতারকৃত শিপন ভিকটিমকে ধর্ষণ করে। এ সময় ভিকটিম ও শিপনের পরিহিত কাপড়সহ বিছানা রক্তাক্ত হয়ে যায়। ভিকটিম চিৎকার করলে শিপন তার গলা চেপে ধরে হত্যার পর ভিকটিমের লাশ বাসার টয়লেটে ফেলে দেয়। পরবর্তী সময় শিপন রক্তভেজা চাদর, তার গায়ের গেঞ্জি ও পড়নের লুঙ্গি বালতিতে ভিজিয়ে রাখে। উল্লেখ্য যে গত ৩০/০৭/২০১৭ খ্রিঃ ১৮.০০ টায় বাসার টয়লেট থেকে ভিকটিমের মৃতদেহ উদ্ধার করা হয়। এই সময় গ্রেফতারকৃতের বাসা থেকে রক্তমাখা তোয়ালেসহ আলামত জব্দ করা হয়।
উপ-পুলিশ কমিশনার
মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা।