বার্সেলোনার প্রাক মৌসুমের খেলা শেষে স্পেনে ফেরেননি নেইমার। ব্যক্তিগত জেটে আমেরিকা থেকে চলে গেছেন চীনে। স্পন্সর কোম্পানির দায়িত্ব পালনে চীনে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। কিন্তু তার না ফেরার কারণ নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। সর্বশেষ কয়েকটি রিপোর্ট বলছে- প্যারিস সেন্ত জার্মেইর জার্সি গায়ে দেওয়ার একেবারে দ্বারপ্রান্তে ব্রাজিলিয়ান তারকা।
কাতারি সংবাদপত্র আল ওয়াতানের দাবি, ব্রাজিলিয়ান উইঙ্গার চীন থেকে সরাসরি যাবেন আরব দেশটিতে। সেখানে মঙ্গলবার তার স্বাস্থ্য পরীক্ষা করবে পিএসজি।মুন্দো দেপোর্তিভোর রিপোর্ট, এরই মধ্যে কাতারে পৌঁছেছেন নেইমার। পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।পিএসজিতে নেইমারের পরিচিতি পর্ব কীভাবে আয়োজন করা হবে সেই পরিকল্পনাও নাকি শুরু করে দিয়েছে তারা, এমন রিপোর্ট ইএসপিএনএফসির। প্যারিসে উন্মুক্ত প্রাঙ্গনে সবার সামনে হাজির হবেন ব্রাজিলিয়ান। এছাড়া পিএসজির স্টেডিয়াম পার্ক ডি প্রিন্সেসেও একটি ইভেন্টে থাকবেন নেইমার। মার্কা, গোল, ইএসপিএনএফসি