ময়মনসিংহে সেনা সদস্য মাহবুব আলম হত্যা মামলায় স্ত্রী শিল্পী আক্তার (৩৩) ও তার প্রেমিক রেজাউল হক রেজাকে (৩৪) মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির। রবিবার মামলা রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। মামলার বিবরণে প্রকাশ, সেনাসদস্য মাহাবুব আলম আইভরি কোস্টের মিশন শেষে কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্টে যোগদান করেন। ২০১১ সালের ১৩ অক্টোবর ১০ দিনের ছুটিতে ময়মনসিংহের ভাড়া বাসায় আসেন। তিনি মিশনে থাকাকালীন তার স্ত্রী শিল্পী আক্তার কিছু দিনের জন্য হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই সময় ময়মনসিংহের সিএমএইচে কর্মরত রেজাউল হক ওরফে রেজার সাথে তার পরিচয় হয়। তারা উভয়ে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তাদের মধ্যে দৈহিক সম্পর্ক গড়ে উঠে।
মাহবুব আলম ময়মনসিংহে আসার পর তাকে হত্যার উদ্দেশে স্ত্রী শিল্পী আক্তার তার প্রেমিক রেজাউল হক রেজাকে খবর দিয়ে ঢাকা থেকে ময়মনসিংহে আনেন। ১৪ অক্টোবর রাত ১টার দিকে শহরের আকুয়া খালপাড়াস্থ জনৈক আনোয়ারুল ইসলামের বাড়ির তৃতীয়তলায় ভাড়া বাসায় প্রবেশ করেন রেজা। এর আগেই শিল্পী আক্তার তার স্বামী মাহবুবকে ঘুমের ওষুধ খাইয়ে গভীর ঘুমে অচেতন করে রাখেন। রাত আনুমানিক ২টায় রেজা তার ব্যাগে থাকা চাপাতি বের করে ঘুমন্ত মাহবুব আলমের মাথায় পর পর দু’টি কোপ দেন ও বালিশ দিয়ে নাক-মুখ চেপে ধরেন। এসময় শিল্পী আক্তার তার স্বামীর পা চেপে ধরে খুনে সহায়তা করেন।মৃত্যু নিশ্চিত হওয়ার পর রেজাউল হক রেজা ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে প্রেমিকা শিল্পী আক্তারের হাত-পা ও মুখ ওড়না দিয়ে বেঁধে রাখেন। পরে হত্যাকান্ডটি সন্ত্রাসীদের কার্যকলাপ বলে চালিয়ে দেয়ার চেষ্টা করেন।এ ব্যাপারে নিহত সেনা সদস্য মাহবুবের ভাই মেহেদী হাসান জুয়েল ওই দিন বিকেলে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক নিহত সেনা সদস্য মাহবুব আলমের স্ত্রী শিল্পী আক্তার ও তার প্রেমিক রেজাউল হক রেজাকে মৃত্যুদন্ড দেন।আসামি রেজাউল হক রেজা নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার উদয়পুর গ্রামের মো. ইমাম উদ্দিনের ছেলে। শিল্পী আক্তার একই জেলার মদন উপজেলার কাইটাইল গ্রামের আব্দুল হালিমের মেয়ে।