কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের দিনে জঙ্গি হামলায় নিহত ঝরণা রানী ভৌমিকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বেসরকারি এনআরবি গ্লোবাল ব্যাংকের সহকারী অফিসার পদে ঝরণার রানীর ছেলে বাসুদেবকে চাকরি দিলেন তিনি। রোববার প্রধানমন্ত্রী এই নিয়োগপত্র বাসুদেবের হাতে তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
গত বছর ঈদুল ফিতরের দিন জঙ্গিদের বুলেট ঝরণা রানীর প্রাণ কেড়ে নেয়। শোবার ঘরের ভেতরেই মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ঝরণা রানী ভৌমিক। তার স্বামী গৌরাঙ্গ ভৌমিক শহরের একটি বিড়ি ফ্যাক্টরির একজন অল্প বেতনের কর্মী। এসময় শোলাকিয়া ঈদগাহ মাঠের পশ্চিম দিকে প্রায় ১৫০ গজ দূরে আজিমউদ্দিন স্কুলের পাশে সবুজবাগ গলির মুখে জঙ্গি হামলায় দু’জন পুলিশ সদস্যও নিহত হন।