গাজীপুরের শ্রীপুরে একটি বিদেশী পিস্তল ও গুলিসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো শরিয়তপুরের নড়িয়া থানার মালতকান্দি গ্রামের নুরুল আকন্দের ছেলে সোলেমান আকন্দ (৩১) ও ভোলা সদরের রামদাসপুর গ্রামের জব্বার সর্দারের ছেলে মোসলেম সর্দার (৪৫)।
গাজীপর গোয়েন্দা পুলিশের এসআই সদানন্দ বৈদ্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলার ২নং সিএন্ডবি রোডে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী চালিয়ে এক রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। আটককৃতরা অস্ত্র কেনা বেচার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।