অস্ট্রেলিয়ায় ‘বিমান ভূপাতিত করার চেষ্টা’ নস্যাৎ

0
163

অস্ট্রেলিয়ার কাউন্টার টেরোরিজম পুলিশ একটি উড়োজাহাজ ভূপাতিত করে সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। টার্নবুল বলেন, ভারী অস্ত্রে সজ্জিত পুলিশ এবং অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা মিলে পরিচালিত সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মাধ্যমে ওই হামলার পরিকল্পনা বানচাল করে দেয়। স্থানীয় এবং আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনায় সিডনি জুড়ে চালানো পুলিশি অভিযানে চারজনকে গ্রেফতার করার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। অস্ট্রেলিয়ার টিভি চ্যানেল এবিসি জানিয়েছে, সারি হিলস, লাকেম্বা, ওয়াইলি পার্ক এবং পাঞ্চবউলে এসব অভিযান চালানো হয়।

তদন্তকারীরা জানান, তাদের কাছে তথ্য ছিল সন্ত্রাসীরা কোন একটি ডিভাইসে নিজেরা পরিবর্তন এনে তা বিস্ফোরক হিসেবে ব্যবহার করে একটি প্লেন উড়িয়ে দেয়ার পরিকল্পনা করছিল। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ কমিশনার অ্যান্ড্রু কলভিন জানান, পুলিশের কাছে এখনও ওই সন্ত্রাসী হামলার ধরণ, অবস্থান, দিন এবং সময় সম্পর্কে নির্দিষ্ট তথ্য নেই। তাই তদন্ত প্রক্রিয়াটি অনেক লম্বা এবং বিস্তারিত হবে বলে মনে করা হচ্ছে। আকাশপথে ভ্রমণকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী টার্নবুল বলেছেন, তাদের উচিত ভরসার সঙ্গে নিজ নিজ কাজ চালিয়ে যাওয়া।