জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন,বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও মানব পাচারের সঙ্গে প্রভাবশালী ব্যক্তিরা জড়িত।পাচারকারীদের গডফাদারদের তালিকা করে তাঁদের ধরতে হবে।শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত এক পরামর্শ সভায় রিয়াজুল হক এ কথা বলেন। ৩০ জুলাই আন্তর্জাতিক মানব পাচারবিরোধী দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ওই পরামর্শ সভার আয়োজন করে।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ২০১২ সালে মানব পাচার প্রতিরোধে চমৎকার একটি আইন হয়েছে। একই সময়ে মানি লন্ডারিং প্রতিরোধ আইনও হয়েছে। কিন্তু এসব আইনের বাস্তব প্রয়োগ কতটা করা যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন আছে। পুলিশের তথ্য আনুযায়ী, মানব পাচারের সাড়ে ৩ হাজার মামলার মধ্যে এখন পর্যন্ত মাত্র ৩০ জনের যাবজ্জীবন শাস্তি হয়েছে। এটা সে রকম বড় শাস্তি হিসেবে মেনে নেওয়া যায় না।
মানব পাচার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনের বিষয়ে রিয়াজুল হক বলেন, তাদের প্রতিবেদন নিয়ে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু যেমন নেই, তেমনি তা উড়িয়েও দেওয়া যায় না। নিজেদের আত্মশুদ্ধির জন্য বিষয়গুলো খতিয়ে দেখতে হবে। ঘটনা যেভাবেই ঘটুক, মানবাধিকার রক্ষার মূল দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি আর আবরার বলেন, মানব পাচারে দেশে-বিদেশে বড় বড় স্বার্থগোষ্ঠী অনেক ক্ষমতাধর। মূল হোতাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান। তিনি বলেন, ইউরোপে বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশির সংখ্যার সঠিক কোনো পরিসংখ্যান নেই। তবে গত এপ্রিলে ঢাকা সফরকারী ইইউ প্রতিনিধিদল ইউরোপে ৮০ হাজার অবৈধ বাংলাদেশির উপস্থিতির কথা বলেছিল। ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাটের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৮-১৫ সাল পর্যন্ত আট বছরে ৯৩ হাজার ৪৩৫ জন বাংলাদেশি ইউরোপের দেশগুলোতে অবৈধভাবে প্রবেশ করেছেন। এই বছরের ছয় মাস ধরলে এই সংখ্যা লাখ ছাড়িয়ে যাবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের স্ট্র্যাটেজি, কমিউনিকেশনস অ্যান্ড এমপাওয়ারমেন্ট কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক আসিফ সালেহ্। অন্যদের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. শাহ আলম প্রমুখ আলোচনায় অংশ নেন।
যুক্তরাষ্ট্র, তুরস্ক, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোয় বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ নিয়ে সমালোচনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি মোকাবেলায় করণীয় খুঁজে বের করতে এ আলোচনার আয়োজন করে ব্র্যাক।আসছে ৩০ জুলাইয়ের আন্তর্জাতিক মানবপাচার বিরোধী দিবসকে সামনে রেখে আয়োজিত এ আলোচনায় মানবপাচার ও অবৈধ অভিবাসনের পেছনে প্রভাবশালী মহলের হাত রয়েছে বলে মন্তব্য করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।তিনি বলেন, বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ বৃহৎ অবৈধ ব্যবসা মানবপাচার। এর সাথে শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী বড়-বড় মানুষ জড়িত।রিয়াজুল হক বলেন, অবৈধ অভিবাসন ও মানব পাচার সংশ্লিষ্ট সাড়ে তিন হাজার মামলা চলমান আছে, আর এর মধ্যে মাত্র ৩০ জন অপরাধীকে যাবতজীবন কারাদ- দেয়া হয়েছে।অসাধু রিক্রুটিং এজেন্সির মালিক ও দালালদের ধরে অবৈধ অভিবাসন ও অভিবাসনের নামে মানব পাচার বন্ধ করা যাবে না বলে মনে করেন তিনি।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, হাজার হাজার পাচারকারী না ধরে ২৫ জন গডফাদারদের লিস্ট করেন। আমরা কেন প্রভাবশালীদের বিচারের আওতায় আনতে পারছি না? কেন রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল, জেল-জরিমানা করতে পারছি না?মানবপাচার পরিস্থিতি নিয়ে এ বছরের জুনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘ট্রাফিকিং ইন পারসন’ শীর্ষক বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশকে দ্বিতীয় স্তরে (টায়ার-টু ওয়াচ লিস্ট) এক ধাপ নামিয়ে ‘নজরদারিতে থাকা দেশের’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
সৌদিআরব, আলজেরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, হংকংসহ ৪৫টি দেশ এই নজরদারির তালিকায় রয়েছে।মানবপাচার ও অবৈধ অভিবাসীদের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে বলে আলোচনার আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে জানানো হয়।ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয়ে কাজ করা সংগঠন ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে প্রবেশ করেছে সাত হাজার ৮৯৯ জন বাংলাদেশি।এছাড়া ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাটের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৯৩ হাজার ৪৩৫ জন বাংলাদেশি অবৈধভাবে ইউরোপে প্রবেশ করেছে।
অনুষ্ঠানে সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. শাহ আলম বলেন, মানবপাচারে সাথে যুক্ত শুধু গুটিকতক অপরাধী নয়, এই সংঘবদ্ধ অপরাধীদের মূল হোতাদের বিচারের আওতায় আনতে কাজ করতে হবে।
মানবপাচারের পেছনে রাজনৈতিক ছত্রছায়ায় থাকা অনেক শক্তিশালী গোষ্ঠী যুক্ত রয়েছে জানিয়ে তাদের কাঠগড়ার দাড় করানোর দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সি আর আবরার। এছাড়া সাগর পাড়ি দিয়ে ইউরোপে শ্রমিকদের অবৈধ অভিবাসনের পেছনে রিক্রুটিং এজেন্সিগুলোকে দায়ী করে তা রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয় বলে অভিমত দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ।রিক্রুটিং এজেন্সিগুলো অধিকাংশ গ্রামের মানুষদের প্রতারিত করে বিদেশ পাঠানোর নামে অতিরিক্ত টাকা নিচ্ছে। ফলে সেই লোকটি তার খরচের টাকা তুলে নিতে অবৈধভাবে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করে।এছাড়া পুলিশ, র্যাব, দেশি-বিদেশি বিভিন্ন বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।