ব্যক্তিগত আক্রোশ থেকেই ইউনূস সেন্টারে আয়োজিত সপ্তম আন্তর্জাতিক সামাজিক ব্যবসা দিবস-২০১৭’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে সরকার বাধা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শুক্রবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্মেলনের বিষয়টি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিমানবন্দর ইমিগ্রেশনসহ সাতটি দফতরে ২০ জুলাই চিঠি পাঠিয়েছিল বলে ইউনূস সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে। আর্ন্তজাতিক সম্মেলনের অনুমতি না দেওয়ায় সরকারের এ সিদ্ধান্ত দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। এ বাধা দেওয়ার ঘটনায় ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ ঘটেছে।
প্রসঙ্গত,শুক্রবার সকালে সাভারের জিরাবোতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ২ দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করার কথা ছিল। কিন্তু পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনূস সেন্টার এক বিবৃতিতে সম্মেলন বাতিলের কথা জানায়। সম্মেলনে পাঁচশ বিদেশি অতিথিসহ ৩৬টি দেশের দুই হাজারের বেশি প্রতিনিধির এ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল।এ ধরনের আর্ন্তজাতিক সম্মেলনে বাধা দেওয়া স্বৈরতন্ত্রেরই হিং¯্ররূ উল্লেখ করে রিজভী বলেন, এর ফলে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা আরও গভীর হবে। এসময় তিনি বিএনপি’র পক্ষ থেকে এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।শুক্রবার সকালে সাভারের জিরাবোতে সামাজিক কনভেনশন সেন্টারে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করার কথা ছিল। মূল বক্তা হিসেবে তাতে উপস্থিত থাকার কথা ছিল জাতিসংঘের সহকারী মহাসচিব টমাস গাসের।কিন্তু পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনুস সেন্টার এক বিবৃতিতে সম্মেলন বাতিলের কথা জানায়।
তার আগে পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক সাংবাদিকদের বলেন, ইউনূস সেন্টারের আবেদন তারা হাতে পেয়েছেন ২৩ জুলাই। এত অল্প সময়ে প্রস্তুতি ছাড়া এত বড় আয়োজনের অনুমতি দেওয়া পুলিশের পক্ষে সম্ভব নয়। মূল সম্মেলন বাতিল হলেও ইতোমধ্যে ঢাকায় চলে আসা অতিথিদের নিয়ে শুক্রবার সকালে একটি অনুষ্ঠানে মিলিত হয়েছে ইউনূস সেন্টার। ঢাকার একটি হোটেল থেকে ওই অনুষ্ঠান তারা ফেইসবুকে লাইভও করছে।সরকারের সমালোচনা করে রিজভী বলেন, আন্তর্জাতিক সম্মেলনের অনুমতি না দেওয়ায় এই সিদ্ধান্ত মঙ্গল বয়ে আনবে না।বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা এমনিতেই আছে, এর ফলে তা আরও গভীর হবে বলে আমরা মনে করি।রিজভী অভিযোগ করেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির ভোটারবিহীন একতরফা নির্বাচনের পর থেকে সরকারি দল ও তাদের মিত্ররা ছাড়া কাউকে প্রকাশ্যে সভা-সমাবেশের অনুমতি দেওয়া হয় না। আইনশৃঙ্খলা বাহিনী ঘরোয়া অনুষ্ঠানেও বাধা দেয়।
লুটেরাদের প্রশ্রয় দেওয়া হচ্ছে’ অভিযোগ করেন বিএনপি সরকারের সময়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা রুহুল কবির রিজভী।তিনি বলেন, বড়লোকদের ও লুটেরাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আমি একটি ব্যাংকের চেয়ারম্যান ছিলাম। আমরা এক-সময় জানতাম, খেলাপি ঋণ রিসিডিউল করা হত, এখন রিস্ট্রাকচারিং করা হচ্ছে।
৫০০ কোটি থেকে ১ হাজার কোটি টাকা ব্যাংক থেকে যারা ঋণ নিয়েছেন, তাদের রিস্ট্যাকচারিং করা হয়। অর্থাৎ ক্ষমতার জোরে টাকা নিচ্ছেন, তারা এই রিস্ট্রাকচারিং সুবিধা পাবেন। এই টাকার কী হবে, এই টাকা তো পাঁচার হয়ে যাচ্ছে।
লন্ডনে খালেদা জিয়ার ব্যক্তিগত সফর নিয়ে আওয়ামী লীগ নেতাদের সমালোচনার মধ্যে ক্ষমতাসীনদের ‘অশুভ পরিকল্পনা’ দেখছেন বিএনপি নেতা রিজভী।তিনি বলেন, লন্ডনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আওয়ামী নেতারা ষড়যন্ত্রের তত্ত্ব প্রচার করায় সরকার কোনো অশুভ পরিকল্পনা আঁটছে কিনা তা নিয়ে জনমনে ব্যাপক সন্দেহ সৃষ্টি হচ্ছে।কারণ ওরা (আওয়ামী লীগ নেতারা) যখন কাউকে অভিযোগ করবে, বুঝতে হবে যে তারা কারো বিরুদ্ধে কোনো চক্রান্তমূলক কিছু করছেন। তারা যখন উদ্ভট অভিযোগ করেন তখন বুঝতে হবে তা সুদূরপ্রসারী চক্রান্তেরই অংশ, উদ্দেশ্যপ্রণোদিত কোনো গোপন ফন্দি আটার সেটি বহির্প্রকাশ।
আগামী সাধারণ নির্বাচনে বহুদলীয় গণতন্ত্রকে উচ্ছেদ করতে আওয়ামী লীগ নেতারা নীলনকশা এঁকে চলেছে মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব বলেন,তাই শ্যামলীর গণভবন এখন কাশিমবাজার কুটি এবং সুধা ভবন এখন জগৎশেঠ ও ঘষেটি বেগমদের ষড়যন্ত্রের আস্তানায় পরিণত হয়েছে।২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার বিরোধী আন্দোলনের সময় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা গাড়ি পুড়িয়ে ছিল দাবি করে সেই দোষ ‘বিএনপির ওপর চাপানো’র চাপানো হয় অভিযোগ আনেন রিজভী।বাংলাদেশের মানুষ উন্নয়নের সুফল ভোগ করছে’ বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের সঙ্গে বাস্তবতার মিল নেই বলে মন্তব্য করেছেন এই বিএনপি নেতা।
তিনি বলেন, দেশের মানুষ বাস্তবে ভোটারবিহীন সরকারের উন্নয়নের গালভরা বুলির বহির্প্রকাশ এখন চারিদিকে দেখতে পাচ্ছে। সুফল তো নয়, কুফলের দুর্ভোগে মানুষের নাকাল অবস্থা।দীর্ঘদিন ধরে রাজধানীসহ সারাদেশের রাস্তা-ঘাট, সড়ক-মহাসড়ক ও অলিগলি এখন ল-ভ-। এক ঘণ্টার বৃষ্টিতে রাস্তাঘাটের হদিস পাওয়া যায় না। কার-জিপ-ট্রাক, বাস-মিনিবাস-সিএনজি, রিকসা রাস্তার ওপর নিয়ে চলে না, নৌযানের মতো পানিতে ভাসে।রিজভী বলেন, মানুষরা প্রশ্ন করছেনৃ খুব দুঃখের বেদনায় প্রশ্ন করছেন। আমরা বিভিন্ন সামাজিক গণমাধ্যমেও দেখতে পাচ্ছি যে, এই ইডেন কলেজ, শান্তিনগর, পল্টন, বিজয় নগর, মালিবাগ এই এলাকাগুলো কোনো নদীর তীরে অবস্থিত কিনা- এটি ছাত্রদের প্রশ্ন ও মানুষের প্রশ্ন।একথাগুলো রসিকতা হলেও প্রধানমন্ত্রীর উন্নয়নের প্রতি মানুষের ধারণার এরকমভাবে ফুটে উঠেছে। কেবল রাজধানীর মানুষই দুভোর্গে নেই, সারা দেশের গ্রামীণ অবকাঠামো এখন তছনছ হয়ে গেছে।
সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার উপস্থিত ছিলেন।