বিএনপিকে আন্দোলনে ব্যর্থ দল বলে আখ্যায়িত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিরোধী দলে থেকে যারা আন্দোলন করে বার বার ব্যর্থ হয়, তারা সরকার গঠন করতে পারে না। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এখন কান্নাকাটি ও নালিশের কর্মসূচিতে ব্যস্ত।’ শুক্রবার সকালে পটুয়াখালীর লেবুখালী পায়রা নদীর ওপর নির্মাণাধীন পায়রা সেতু পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সহায়ক সরকার বলতে সংবিধানে কিছু নেই। সংবিধান অনুযায়ী একটি গ্রহণযোগ্য নির্বাচন করবে নির্বাচন কমিশন (ইসি)। আমারা চাই, ইসির অধীনে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সেতুমন্ত্রী আরও বলেন, ‘পায়রা সেতুর কাজ শেষ হলে সারাদেশের সঙ্গে কুয়াকাটা ও পায়রা বন্দরের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন হবে।’
সেতু পরিদর্শন শেষে লেবুখালী ফেরীঘাট এলাকায় জেলা আওয়ামী লীগ আয়োজিত দলের সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় চিফ হুইফ আসম ফিরোজ, বাহাউদ্দিন নাসিম এমপি, দলের কেন্দ্রীয় নেতা আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান খান মোশারফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আলমগীরসহ সড়ক ও জনপথ বিভাগ এবং ব্রিজ সংশ্লিষ্ট চীনা ঠিকাদারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।