আদালতের রায়ের পর পদত্যাগ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ

0
199

সর্বোচ্চ আদালতে অযোগ্য ঘোষিত হওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ ছেড়ে দিলেন নওয়াজ শরিফ। আজ শুক্রবার সুপ্রিম কোর্ট নওয়াজকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন। এর আগে আজকেই পানামা পেপারস কেলেঙ্কারীর মামলায় প্রধানমন্ত্রী পদে নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। তাকে অযোগ্য ঘোষণা করে সুপ্রিম কোর্ট অাদেশ দেন।

রায়ের পর বিচারপতি এজাজ আফজাল খান বলেন, ‘এই রায়ের পর নওয়াজ শরীফ সংসদ সদস্য থাকার যোগ্যতা হারালেন।’ বিবিসি জানিয়েছে, ২০১৫ সালে পানামা পেপার্স কেলেঙ্কারিতে নওয়াজের পরিবারের দুর্নীতির বিষয়টি উঠে আসে। এরপরেই নওয়াজ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তবে কোনো ধরনের দুর্নীতির কথা বরাবরই অস্বীকার করে আসছেন নওয়াজ শরীফ। কিন্তু আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ক্ষমতা ছাড়তেই হতো।

কিন্তু কাল ক্ষেপন না করে সুপ্রিম কোর্টের রায়ের কিছু পরেই পদত্যাগের ঘোষণা দিলেন চাপে থাকা নওয়াজ শরীফ। পাকিস্তানে কোনও বেসামরিক প্রধানমন্ত্রী কখনও পাঁচ বছরের মেয়াদ পুরো শেষ করতে পারেননি। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া নওয়াজের মেয়াদ শেষ হতে আর এক বছরেরও কম সময় বাকি ছিল। আর সেই সময় শেষ হওয়ার আগেই বিদায়ের ঘোষণা দিলেন তিনি।