আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই দারুণ উজ্জ্বলতা ছড়িয়েছেন মেহেদী হাসান মিরাজ। গত বছর অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে নজর কেড়েছিলেন তিনি। সে ধারাবাহিকতায় ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন এই তরুণ অলরাউন্ডার। জাতীয় দলের হয়ে দারুণ সাফল্যের পুরস্কার পেয়েছেন এবার তিনি, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলার সুযোগ পেয়েছেন। বলিউড তারকা শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলবেন এই বাংলাদেশি স্পিনার।
সিপিএলে অংশ নিতে আজ বৃহস্পতিবার ঢাকা ছেড়ে যাচ্ছেন মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে বিমানে চড়বেন তিনি সন্ধ্যা ৭টা ১০ মিনিটে। আগামীকাল শুক্রবার রাতে ত্রিনবাগো ক্যাম্পে যোগ দেওয়ার কথা তাঁর। এই আসরে খেলতে বিসিবির কাছ থেকে ১২ আগস্ট পর্যন্ত ছুটি পেয়েছেন তিনি। খেলার কথা ৫টি ম্যাচ। অবশ্য অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরে না এলে এই ছুটি বাড়িয়ে পুরো টুর্নামেন্টে খেলতে পারেন তিনি।
সিপিএলে খেলার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত মিরাজ, ‘সত্যি, সিপিএলে খেলার সুযোগ পাওয়া আমার জন্য বড় ব্যাপার। আমার লক্ষ্য থাকবে এই সুযোগ ভালোভাবে কাজে লাগানো। ভবিষ্যতে যা আমার জন্য খুবই কাজে আসবে। তা ছাড়া বিশ্বের অনেক বড় বড় তারকা এই আসরে খেলে থাকেন। তাঁদের সঙ্গে খেলতে পারাটাও কম নয়।’
আসরে মিরাজ সতীর্থ হিসেবে পাবেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা, ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো, ড্যারেন ব্রাভো, কেভন কুপার ও সুনীল নারিনের মতো তারকাদের।