যশোরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ চলছে

0
0

সারা দেশের সাথে যশোরেও চলছে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ কার্যক্রম।২৫ জুলাই থেকে জেলার ৮ উপজেলার ৯৩টি ইউনিয়নে ২শ’ ৩৭ জন সুপারভাইজারের অধীনে ১ হাজার ১শ’ ৩৪ জন তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি গিয়ে ইসির নির্দেশনা মোতাবেক যোগ্যদের নির্দিষ্ট ফরমে তথ্য সংগ্রহ করছেন। ভোটার হওয়ার উপযুক্তদের বাড়ি বাড়ি যেয়ে তথ্য সংগ্রহ করতে এ কার্যক্রম শুরু হয়েছে। চলবে ৯ আগস্ট পর্যন্ত।উপযুক্ত ভোটারের তথ্য সংগ্রহ শেষে প্রথম ধাপে ২০ আগস্ট অভয়নগর, শার্শা ও বাঘারপাড়া নিবন্ধন কার্যক্রম শুরু হবে। জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীর জানান, ইসির প্রস্তাবনা অনুসারে হালনাগাদ কার্যক্রমে ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে যারা জন্মগ্রহণ করেছেন অথচ বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাদ পড়েছেন তাদের নিবন্ধনের জন্য তথ্য নেবে ইসি। অর্থাৎ যাদের বয়স ১৭ বছর তাদের তথ্যও সংগ্রহ করা হবে। কারণ তাদেরও দেয়া হবে জাতীয় পরিচয়পত্র। যখন আঠারো বছর পূর্ণ হবে, তখন তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় সংযুক্ত হবেন।তিনি জানান, যশোরের আট উপজেলায় তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে ২৫ জুলাই। এসব উপজেলায় তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি গিয়ে যোগ্যদের নির্দিষ্ট ফরমে তথ্য সংগ্রহ করবেন।তথ্য সংগ্রহ চলবে ৯ আগস্ট পর্যন্ত। এরপর নিবন্ধিতরা নির্দিষ্ট নিবন্ধন কেন্দ্রে স্বশরীরে ছবি তুলবেন ২০ আগস্ট থেকে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে কারার জন্য এ সংক্রান্ত যাবতীয় কাজ ইতোমধ্যে সুসম্পন্ন হয়েছে বলে তিনি জানান।

তিনি জানান, শার্শা উপজেলায় ৩০ জন সুপারভাইজারের অধীনে ১শ’৪০ জন, ঝিকরগাছায় ২৮জন সুপারভাইজারের অধীনে ১শ’৩৪ জন, চৌগাছায় ২৪ জন সুপারভাইজারের অধীনে ১শ’১৮ জন, সদর উপজেলায় ৫৬ জন সুপারভাইজারের অধীনে ২শ’৯০ জন, বাঘারপাড়ায় ২১ জন সুপারভাইজারের অধীনে ৮৬ জন, অভয়নগরে ২৪ জন সুপারভাইজারের অধীনে ১শ’ ৩ জন, মণিরামপুরে ৩৩ জন সুপারভাইজারের অধীনে ১শ’৫৮ জন ও কেশবপুরে ২১ জন সুপারভাইজারের অধীনে ১শ’ ৫ জন তথ্য সংগ্রহকারী রয়েছেন।নাজমুল কবীর জানান, পূর্বে যারা ভোটার হতে পারেননি তারাও ভোটার হতে পারবেন। তবে কেউ পূর্বে ভোটার হিসেবে নিবন্ধিত হলে তার নতুন করে নিবন্ধিত হওয়ার প্রয়োজন নেই। আঙ্গুলের ছাপ মিলিয়ে যাচাই করে দ্বৈত ভোটার হিসেবে ধরা পড়লে অপরাধীর শাস্তি অনধিক ছয় মাস কারাদন্ড- বা দুই হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন।১৮ বছরের কম বয়সে ভোটার হওয়া,একাধিক মিথ্যা তথ্য বা ভুল ঠিকানা দিয়ে ভোটার হওয়া দন্ডণীয় অপরাধ বলেও তিনি জানান।তিনি বলেন, কেউ জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেললে পুনরায় ভোটার হওয়ার প্রয়োজন নেই। এ বিষয়ে থানায় জিডি করে উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদন করলে তা পুনরায় দেয়া হবে। এছাড়া কারো তথ্যে ভুল থাকলে নির্ধারিত ফরমে আবেদন করলে তা সংশোধন করা হবে। জেলা নির্বাচন অফিস সূত্রে আরো জানা গেছে, হালনাগাদ এ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে কেশবপুর, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় তথ্য সংগ্রহের কাজ শুরু হবে ১৬ সেপ্টেম্বর, তৃতীয় পর্যায়ে যশোর সদর ও মণিরামপুর উপজেলায় এ কার্যক্রমের তথ্য সংগ্রহের কাজ শুরু হবে ১৪ অক্টোবর।