ড. ইউনূসের সম্মেলন স্থগিত

0
216

দে‌রি‌তে অনুমতি চাওয়ায় শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, স্বল্প সময়ে এত বড় সম্মেলনের নিরাপত্তার প্রস্তুতি না থাকায় এ সম্মেলনের অনুমতি দেওয়া হয়নি। এ ছাড়া এ সম্মেলন সরকার বন্ধ করেনি বলেও দাবি করেন তিনি।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশপ্রধান এসব কথা জানান। শহীদুল হক ব‌লেন, “‘সপ্তম আন্তর্জাতিক ব্যবসা দিবস-২০১৭’ শিরোনামে একটি আন্তর্জাতিক সম্মেলন করার অনুমতি চেয়ে ইউনূস সেন্টার থেকে ২৩ জুলাই ঢাকা জেলার পুলিশ সুপারের কাছে আবেদন করা হয়। যা আমরা জানতে পারি ২৪ জুলাই। হঠাৎ করে এমন একটি আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে তার মাত্র তিনদিন আগে ঢাকা জেলার এসপিকে জানানো হলো। এ বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর কেউ জানে না। এতগুলো বিদেশি প্রতিনিধি আসবে অথচ পররাষ্ট্র মন্ত্রণালয় জানে না।’

আইজিপি আরো বলেন, ‘ড. ইউনূসের নেতৃত্বে সম্মেলনে ৩৬টি দেশের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে ২৮-৩০ জুলাই আশুলিয়াতে সম্মেলনটি হওয়ার কথা ছিল। ঢাকাতে বহু আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে এবং সরকার এসব সম্মেলনকে স্বাগত জানায়। এসব সম্মেলনের নিরাপত্তা দেওয়ার সক্ষমতাও আমাদের রয়েছে। কিন্তু সবাইকে অন্ধকারে রেখে মাত্র তিনদিন আগে বলবেন নিরাপত্তা দিতে সেটা হয় না। এজন্য আমাদের পর্যাপ্ত সময় দরকার। বিদেশি এত মানুষকে নিরাপত্তা দিতে ব্যাপক প্রস্তুতি দরকার।’

আইজিপি ব‌লেন, ‘আশুলিয়াতে সম্মেলন এবং সময়ের অভাবে নিরাপত্তার ব্যাপক প্রস্তুতি নিতে না পারায় সম্মেলনের অনুমতি দেওয়া হয়নি। এটা কোনোভাবেই সরকার বন্ধ করেনি। প‌রে পর্যাপ্ত সময় নিয়ে অনুমতি চাওয়া হলে অবশ্যই অনুমতি দেওয়া হবে। কিন্তু বর্তমানে সরকার সম্মেলন বন্ধ করে দিয়েছে বলে তিনি যে অপপ্রচার চালাচ্ছেন সেটা ঠিক নয়।’
এদিকে সপ্তম আন্তর্জাতিক ব্যবসা দিবস-২০১৭ বাতিল ঘোষণা করে সংবাদ মাধ্যমের কাছে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে ইউনূস সেন্টার। এতে ‘অনিবার্য কারণবশতঃ সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আয়োজিত সম্মেলন বাতিল’ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে অনিবার্য কারণবশতঃ আমরা সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে জুলাই ২৮-২৯, ২০১৭ তারিখের আয়োজিত সপ্তম আন্তর্জাতিক সম্মেলন বাতিল ঘোষণা করছি। এই সম্মেলন আগামীকাল সকাল ৯টায় জিরাবোতে অবস্থিত সামাজিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়ার কথা ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে যাঁদের আমন্ত্রণ করা হয়েছিল এবং সম্মেলনে অংশগ্রহণের জন্য যাঁরা নিবন্ধনকৃত হয়েছিলেন তাঁরা আগামীকাল শুক্রবার এবং পরবর্তী দিন শনিবারে সম্মেলনে যোগদানের জন্য যে পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েছিলেন তা যেন বাতিল করেন, তার জন্য অনুরোধ জানাচ্ছি। সকল মেহমান ও অংশগ্রহণকারী, বিশেষ করে বিদেশ থেকে আসার জন্য যাঁরা অনেক সময় ও অর্থ ব্যয় করেছেন, তাঁদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।’

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে যোগদানের জন্য প্রায় ২০০ অংশগ্রহণকারী বিদেশ থেকে এসে গেছেন। এর মধ্যে রয়েছেন জাতিসংঘের সহকারী মহাসচিব থমাস গাস। সম্মেলনে তাঁর মূল বক্তব্য রাখার কথা ছিল। তিনি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য কর্মসূচি বাস্তবায়নের প্রধান কর্মকর্তা। আনুমানিক দুই হাজার জনের এ সম্মেলনে ৫০টি দেশ থেকে চার শতাধিক বিদেশি অংশগ্রহণকারী যোগদানের জন্য নিবন্ধন করেছিলেন।

এ ছাড়া সম্মেলনের কিছু কিছু কর্মসূচি ইউনূস সেন্টারের ফেসবুকের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানানো হয়। অনলাইন সেশন শুরু হবে ২৮ জুলাই ২০১৭ সকাল সাড়ে ১০টায়। এসব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সেশনের বক্তাদের বক্তব্য সরাসরি প্রচারিত হবে।