বাঙালি জাতির প্রতিটি সংগ্রাম, আন্দোলন ও অর্জনে এদেশের শিল্পী ও সংস্কৃতিকর্মীরা তাঁদের নাটক, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, চিত্রকর্মসহ শিল্পের সকল শাখার মাধ্যমে অপরিসীম অবদান রেখেছেন। হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্যের লালন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ প্রতিষ্ঠায় সচেতনতা তৈরিতে এখনও কাজ করে চলেছেন আমাদের শিল্পী ও সংস্কৃতিকর্মীরা। বাংলাদেশকে ভালবেসে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে আমাদের শিল্পী ও সংস্কৃতিকর্মীরা নি:স্বার্থভাবে অবদান রেখে চলেছেন। তাঁদের অবদানকে সম্মান জানাতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু করা হয়েছে ‘শিল্পকলা পদক’।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে গত ২০১৩ সাল থেকে ‘শিল্পকলা পদক’ প্রদান করা হচ্ছে। এটি একটি জাতীয় কার্যক্রম। দেশের শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য গুণীজন এবং তাঁদের কর্মকে চিহ্নিত করে সংস্কৃতির পৃষ্ঠপোষকতা ও বিকাশ সাধনের লক্ষ্যে ‘শিল্পকলা পদক’ প্রদান নীতিমালা অনুযায়ী বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক ‘শিল্পকলা পদক’ প্রদান করা হয়ে থাকে। নীতিমালা অনুযায়ী ১৬ সদস্যের কমিটি প্রতি বছর পদক প্রদানের ক্ষেত্রে এবং পদকের জন্য গুণীজন নির্বাচন করে থাকেন। ‘শিল্পকলা পদক’-এর জন্য নির্বাচিত গুণীজনদের প্রত্যেককে একটি স্মর্ণপদক, ১ লক্ষ টাকা সম্মানী ও একটি সনদ প্রদান করা হয়।
পদক প্রদানের জন্য তালিকাভূক্ত ক্ষেত্র ১০ টি: কণ্ঠসঙ্গীত, যন্ত্রসঙ্গীত, নৃত্যকলা, নাট্যকলা, চারুকলা, আবৃত্তি, ফটোগ্রাফি, যাত্রাশিল্প, চলচ্চিত্র ও লোকসংস্কৃতি। প্রতি বছর সকল ক্ষেত্রে পদক প্রদান করা হয় না তবে তালিকাভূক্ত ক্ষেত্র হতে নির্বাচিত ৭ টি ক্ষেত্রে প্রতি বছর ‘শিল্পকলা পদক’ প্রদান করা হয়। মহামান্য রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিগত সময়ে শিল্পকলা পদক প্রদান করেছেন।
বিগত বছরের ধারাবাহিকতায় আজ ২০ জুলাই ২০১৭ বৃহস্পতিবার বেলা ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ০৭টি বিষয়ে যথাক্রমে যন্ত্রসঙ্গীত- পবিত্র মোহন দে, নৃত্যকলা-মোঃ গোলাম মোস্তফা খান, ফটোগ্রাফি-গোলাম মুস্তাফা, চারুকলা- কালিদাস কর্মকার, লোকসংস্কৃতি- সিরাজ উদ্দিন খান পাঠান, নাট্যকলা-সৈয়দ জামিল আহমেদ ও কণ্ঠ সঙ্গীতে- মিতা হকসহ ৭ জন গুণীশিল্পীর হাতে পদক তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ আবদুল হামিদ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ ইব্রাহীম হোসেন খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এম.পি এবং স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।
আলোচনা পর্ব ও পদক প্রদান ২০১৬ শেষে সাংস্কৃতিক পর্বে এসো শ্যামল সুন্দর, রিমঝিম রিমঝিম ঘণদেয়া বরষে ২টি সমবেত নৃত্য পরিচালনায় দীপা খন্দকার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও লোক নাট্যদলের পরিবশনায় ‘জয় বাংলা জয় বাংলা বইলা রে মাঝি’ গানের কথায় সমবেত নৃত্য পরিচালনায় দীপা খন্দকার, অন্তর দেওয়ান এর পরিচালনায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র পরিবেশনা-চাকমা ও ময়ুর নাচ, কলজার ভিতর গাতি রাখুম তোয়ারে গানের কথায় শিল্পী সুবর্না রহমান এবং কোন ফাগুনে হৃদয়ে আমার এবং আমি কারো কথা বলিনা, শুধু বাংলাদেশের কথা বলি গানের কথায় একক সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সুবীর নন্দী।