মস্কো উপকণ্ঠের বিজ্ঞান নগরী ঝুকোভস্কিতে আন্তর্জাতিক বিমান মহাকাশ প্রদর্শনী ম্যাক্স-২০১৭ চলছে. এতে বিশ্বের ছত্রিশ টি দেশ থেকে এক হাজারেরও বেশী কোম্পানী, নয়টি বিমান চালকদের দল অংশগ্রহণ করছে। আকাশে কয়েকশো বিমান আর মাটিতেও আরও একশোর বেশী উড়ানের যন্ত্র – যেগুলি দাঁড় করিয়ে রাখা হয়েছে দর্শক দের জন্য। ভ্লাদিমির পুতিন আজ দুপুরে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।
পাভেল গ্রোমভের নামাঙ্কিত উড়ান-গবেষণা ইনস্টিটিউটের এলাকায় হওয়া বিমান প্রদর্শনীর অন্যান্য খুঁটিনাটির খবর আমাদের সাংবাদিক প্রতিনিধি জেনে এসেছেন. প্রত্যেকদিনই বেশ কয়েক হাজার লোক ঝুকোভস্কি আসছেন রাশিয়ার সর্বাধুনিক বিমান ও হেলিকপ্টারগুলো দেখতে যা এখানে স্থির অবস্থায় রাখা আছে, তার মধ্যে দারুণ ভাল রকমের ওড়ার সময়েই দিক বদলে সক্ষম “সু-৩৫এসএম” , মিগ ৩৫, পাকফা টি ৫০, শুখোই সুপের জেট ১০০ ইত্যাদি যা ম্যাক্স প্রদর্শনীতেই প্রথম দিনেই নিয়ে আসা হয়েছে. আয়োজকরা আশা করেছেন যে, এই প্রদর্শনীতে প্রায় দশ লক্ষ লোক যাবেন.