একাদশ সংসদ নির্বাচন নিয়ে ইসির কর্মপরিকল্পনায় সরকারের ইচ্ছার প্রতিফলন দেখছে বিএনপি।দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই রোডম্যাপে জাতির আশা-আকাঙ্খাকে উপেক্ষা করে পুরনো কায়দায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার নীল নকশার বাস্তবায়নে তাদের যাত্রা প্রক্রিয়া শুরু করল বলে আমাদের কাছে মনে হয়েছে।
নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়ে মঙ্গলবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।একাদশ সংসদ নির্বাচনের দেড় বছর আগে গত রোববার নিজেদের কর্মপরিকল্পনা জানায় ইসি; তারা আশা করছে, সব দলের অংশগ্রহণে প্রভাবমুক্ত একটি নির্বাচন করতে পারবে তারা।নির্দলীয় সরকারের অধীনে না হওয়ায় দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপির মহাসচিব ফখরুল সেদিন তাৎক্ষণিকপ্রতিক্রিয়ায় বলেছিলেন, নির্বাচনকালীন সরকারের বিষয়টি সুরাহা না হলে কোনো রোডম্যাপই কাজে দেবে না।বিএনপি অভিযোগ করে আসছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ আবারও ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একটি নির্বাচন করতে চাইছে।
সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, এই রোডম্যাপটা তৈরিই করা হয়েছে সরকার যেভাবে নির্বাচন করতে চায়, তাকে সাহায্য করার জন্য। সুতরাং আমরা মনে করি, এখনকার বাস্তবতায় সকল দলের সঙ্গে আলোচনা করে এই সমস্যার সমাধান করতে হবে।সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ খুঁজতে ইসির প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।পাশাপাশি নির্বাচনকালীন ‘সহায়ক সরকার’ গঠনের বিষয়টি নিয়ে সব দলের সঙ্গে আলোচনার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।আলোচনায় বসুন। এভাবে একতরফা, একগুয়েমি অবস্থানে থেকে দেশের ক্ষতি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, গণতন্ত্র ধ্বংস হচ্ছে। সেখান থেকে বেরিয়ে এসে জনগণের কাতারে এসে দাঁড়ান, জনগণের চাহিদা পূরণ করুন। ইসির রোডম্যাপে দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়টিও রয়েছে। তাতে বিএনপি অংশ নেবে কি না- প্রশ্ন করা হলে ফখরুল বলেন, যখন সংলাপ হবে, তখন আমরা সিদ্ধান্ত নেব।