রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় গ্যাসের তীব্র সংকট

0
0

রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় চলছে তীব্র গ্যাস সংকট।পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, বাসা বাড়ির কাজকর্ম করাই এখন কঠিন হয়ে পড়েছে।তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে সরবরাহের তুলনায় গ্যাসের চাহিদা বেশি থাকায় এমন হতে পারে। মিরপুরের পূর্ব শেওড়াপাড়ার হাজী আশরাফ আলী হাই স্কুলের গোলিতে প্রায় এক সপ্তাহ ধরে গ্যাস সংকট চলছে।বিশেষ করে রোববার থেকে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। যেসব বাসাবাড়িতে লাকড়ির চুলা আছে তারা কিছুটা রান্নার কাজ চালাতে পারলেও যেসব বাড়িতে লাকড়ির চুলা নেই তাদের একমাত্র অবলম্বন হোটেল থেকে খাবার কিনে খাওয়া।গ্যাস সংকটে বিপাকে পড়েছে শিক্ষার্থীরাও। এসব বিষয় নিয়ে সামনাসামনি কথা বলতে রাজি হননি তিতাস গ্যাসের কর্মকর্তারা।অবস্থার উত্তরণ কবে হবে সে বিষয়ে কোন কিছু জানাতে পারেননি তারা।