আগামী সাত দিনের মধ্যে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।ক্র্যাব সদস্যসহ সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার ও ৫৭ ধারা বাতিলের দাবিতে সমাবেশটি হয়েছে।
তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের দাবিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বিক্ষোভ সমাবেশবেঁধে দেওয়া সময়সীমার মধ্যে ৫৭ ধারা বাতিল না হলে আন্দোলন আরও কঠিন হবে বলে জানান ক্র্যাব সভাপতি আবু সালেহ আকন। তার ভাষ্য, আগামী সাত দিনের মধ্যে ৫৭ ধারার মতো কালো আইন বাতিল করতে হবে। এছাড়া সাংবাদিক ধ্রুবর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করে নিতে হবে। তা না হলে সাত দিন পর আমরা একই জায়গায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবো। এরপরও ৫৭ ধারা বাতিল না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।ক্র্যাব সভাপতি আরও বলেন, ধ্র“বর বিরুদ্ধে মামলা দায়েরের পর আমরা রাজপথে থাকার ঘোষণা দিয়েছিলাম। এরপর মানিকগঞ্জের জ্যেষ্ঠ সহকারী জজ মো. মাহবুবুর রহমান এক সাংবাদিকের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে মামলা প্রত্যাহার করবেন বলেজানিয়েছিলেন। কিন্তু আজ এক মাস পার হলেও তিনি সেটি করেননি। তাই আমরা তাকে আর এক সপ্তাহ সময় দেব। এর ভেতরে তিনি মামলা প্রত্যাহার না করলে আমরাও আরো কঠোর হবো।
আইসিটি অ্যাক্টের ৫৭ ধারায় খুবই নগণ্য সংখ্যক গ্রেফতার হয়েছে বলে বুধবার (১২ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে দাবি করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তার এমন বক্তব্যের সমালোচনা করে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, তার এই বক্তব্য আমাদের ক্ষুব্ধ করেছে। তিনি তথ্যমন্ত্রী হয়ে ভুল তথ্য দিয়েছেন। আমাদের কাছে থাকা তথ্যমতে সারাদেশে এ পর্যন্ত অর্ধশতরও বেশি সাংবাদিক ৫৭ ধারার শিকার হয়েছেন। এখনও প্রতি সপ্তাহে একের পর এক মামলা হচ্ছে। যে অবস্থা শুরু হয়েছে তাতে খুব দ্রুত এর সংখ্যা ১০০ ছাড়িয়ে যাবে।মানববন্ধনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী জানান, গত দুই মাসে সারাদেশে ২২ জন সাংবাদিকের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে। তাদের ১৯ জনই ক্রাইম রিপোর্টার। তিনি বলেন, চলতি সংসদ অধিবেশনে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল করতে হবে। তথ্যমন্ত্রী গত কয়েক বছর ধরে ৫৭ ধারা বাতিলের কথা বলছিলেন। যেহেতু সরকার এটি বাতিল করতে সাংবাদিকদের সঙ্গে একমত, সেহেতু দ্রুত তা বাস্তবায়ন করা উচিত।’বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ক্র্যাবের সাধারণ সম্পাদক সারোয়ার আলম, জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ, ডিআরইউ’র দফতর সম্পাদক নয়ন মুরাদ প্রমুখ।
আগস্ট মাসে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট চূড়ান্ত হওয়ার পর সাইবার অপরাধ ট্রাইব্যুনালের অধীনে চলমান মামলাগুলোর ভবিষ্যত কী হবে, সে প্রশ্নের কোনও উত্তর পাচ্ছেন না মামলার ভুক্তভোগীরা। যতক্ষণ ৫৭ ধারা আছে, ততক্ষণ মামলা হবে, আইনমন্ত্রীর এমন বক্তব্য এই ধারার মামলাগুলোর পরিণতিকে আরও অস্পষ্ট করে তুলেছে। এদিকে, পাবলিক প্রসিকিউটর বলছেন, কেবল চার্জশিট হওয়া মামলাগুলোই এই আইনে চলবে, বাকি মামলাগুলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রণয়নের পর সেটির যথাযথ ধারায় সন্নিবেশিত হবে। আর আইন বিশ্লেষকরা বলছেন, আইন রহিত হওয়ার আগ পর্যন্ত দায়ের করা সব মামলা শেষ পর্যন্ত ওই আইনের ধারাতেই অব্যাহত থাকবে। ৫৭ ধারা বাতিল হওয়ার পর মামলাগুলোর কী হবে, এ বিষয়ে সরকারের তরফ থেকে সুনির্দিষ্ট দিকনির্দেশনা না থাকলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে।সাইবার সিকিউরিটি ট্রাইব্যুনালের প্রসিকিউটরের দেওয়া তথ্য মতে, সারাদেশে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের হওয়া ৭শ ৪০টি মামলা রয়েছে, যার মধ্যে ৬০ শতাংশ মামলা রয়েছে ৫৭ ধারার। ২০১৩ সালে প্রথম ৩টি মামলা হওয়ার পর প্রতি বছর মামলার সংখ্যা বেড়েছে। ২০১৪ সালে সারাদেশে ৩৩টি মামলা হলেও ২০১৫ সালে এসে এই সংখ্যা দাঁড়ায় ১৫২। ২০১৬ সালে মামলার সংখ্যা ২শ’ ৩৩টি, আর এবছর জুলাই পর্যন্ত মামলা হয়েছে ৩শ’ ১৯টি। আইন সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি আইসিটি আইনের ৫৭ ধারায় মামলা দায়েরের সংখ্যা বেড়েছে। শঙ্কার বিষয় হলো, হয়রানি করার লক্ষ্যে আইনটির অপব্যবহারও হচ্ছে।উল্লেখ্য, ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়ার ৪৪ ধারায় আইসিটি আইনের বিতর্কিত ৫৭ ধারা বাতিল করতে বলা হয়েছে। তবে ডিজিটাল নিরাপত্তা আইনের (খসড়া) ১৯ ধারায় আরও সুনির্দিষ্টভাবে ৫৭ ধারার বিষয়বস্তুই সন্নিবেশিত হচ্ছে। নতুন আইনে অপরাধের সাজা কমানোর প্রস্তাব আছে এবং একই সঙ্গে একেক অপরাধে সাজার পরিমাণ একইরকম করার কথা বলা হয়েছে।আইসিটি আইনে ৫৭ ধারার অপরাধের জন্য অনধিক ১৪ বছর ও অনূন্য ৭ বছর কারাদন্ড এবং অনধিক ১ কোটি টাকা অর্থদন্ড দেওয়ার বিধান থাকলেও ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়ায় ১৯ ধারার অপরাধের জন্য সর্বোচ্চ দুই বছর ও সর্বনিম্ন দুই মাসের কারাদন্ড বা সর্বোচ্চ ২ লাখ টাকা অর্থদন্ড বা উভয়দন্ডের বিধান রাখা হয়েছে।