রাষ্ট্রের সব বিষয়ে আলোচনা করা এমপিদের অধিকার: আইনমন্ত্রী

0
194

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রাষ্ট্রের ভালো মন্দ সব বিষয়ে জাতীয় সংসদে আলোচনা করার স্বাধীনতা ও অধিকার সংসদ সদস্যদের (এমপি) রয়েছে। তাই ষোড়শ সংশোধনী নিয়ে সংসদে আলোচনা করায় আইনের কোনো ব্যত্যয় হয়নি।বুধবার দুপুরে সাভারে বাংলাদেশ লোক ও প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ভূমি রেজিস্ট্রার কর্মকর্তাদের দুই মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের সনদ বিতরণ উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।আইনমন্ত্রী বলেন, সংসদীয় নিয়মনুযায়ী এমপিরা যেকোন গুরুত্বপুর্ণ বিষয় আলোচনা করতে পারেন। এটা তাদের অধিকারের মধ্যেই পড়ে। এতে আইনের কোন ব্যতয় ঘটে না। সেভাবেই এমপিরা বিচারক অপসারণের বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।এদিকে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার অপব্যবহারের কারণে এ ধারা বাতিলের বিষয়ে মন্ত্রী বলেন, অপেক্ষা করুন এ ব্যাপারে আগামী আগস্টের প্রথম সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে।বুনিয়াদী প্রশিক্ষণে সনদ বিতরণীতে প্রধান অতিথির বক্তৃতা করেন আইনমন্ত্রী আনিসুল হক।এসময় ভূমি রেজিস্ট্রারদের উদ্দেশে তিনি বলেন, দেশের ভূমি রেজিস্ট্রার অফিসগুলোকে পরিদফতর থেকে অধিদফতরের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। এছাড়া আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার।পরে আইনমন্ত্রী দুই মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ প্রাপ্ত ৩০ জন ভূমি রেজিস্ট্রারদের মাঝে সনদ বিতরণ করেন।