বেতন কর্তনের সিদ্ধান্তের প্রতিবাদ ও বেতন বৃদ্ধির দাবীতে ঝিনাইদহে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

0
319

বে-সরকারী শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ তহবিলে ১০% কর্তণের পরিপত্র বাতিল ও বার্ষিক ৫ % প্রবৃদ্ধি, বৈশাখী ও উৎসব ভাতার প্রদানের দাবীতে ঝিনাইদহ মানববন্ধন কর্মসূচী পালন করেছে বেসরকারী শিক্ষক-কর্মচারীরা। বুধবার সকালে ঝিনাইদহ শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ শিক্ষক সমিতি। বৃষ্টি উপেক্ষা করে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীরা অংশ নেয়। সেসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মহিউদ্দিন, শিক্ষক নেতা রেজাউল করিম, আব্দুল মমিন, আলী রেজা, প্রদীপ কুমার, রেজাউল ইসলাম, শাহানাজ পারভীন মুন্নী, আব্দুল গণি, কৃপা সিন্ধু, আলমগীর গোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বে-সরকারি শিক্ষক কর্মচারীগণ যখন ৫% প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানের দাবীতে আন্দোলনরত, ঠিক তখনই এক শ্রেণীর স্বার্থান্নেষী মহলের পায়তারায় অবসর ও কল্যাণের জন্য ১০% কর্তনের পরিপত্র জারী করেছে। “এ যেন মরার উপর খাড়ার ঘা”। শিক্ষকেরা আজ দিশেহারা। অবিলম্বে এই পরিপত্র বাতিলসহ ৫% প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা ও পূর্ণাঙ্গ উৎসব ভাতার পরিপত্র জারীর জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। পরিপত্র বাতিল এবং দাবী আদায় না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে বক্তারা হুশিয়ারি দেন।

খালিদ বিন মিজান শিশির