দুর্নীতি দমন কমিশন’র পরিচালনায় লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্কুল ও কলেজে শিক্ষার্থীদের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টির লক্ষ্যে বিক্রেতা বিহীন দোকান এর শুভ উদ্বোধন করা হয়েছে। আর এ দোকানের নামকরণ করা হয়েছে “সততা স্টোর”। গত মাঙ্গবার (১১ জুলাই) আদিতমারী জি,এস, মডেল স্কুল এন্ড কলেজে বিক্রেতা বিহীন এ দোকানের উদ্বোধন করেন ঐ উপজেলার নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান ।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মজিবর রহমান, জেলা স্কাউটস ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোজাম্মেল হক, আদিতমারী জি,এস, মডেল স্কুল এন্ড কলেজের প্রশাসনিক প্রধান শওকাত আরা সিদ্দিকা, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সদস্য সৈয়দ নজরুল ইসলাম মঞ্জু, প্রেসক্লাবের সভাপতি ফরহাদ আলম সুমন প্রমুখ।
বিক্রেতা বিহীন দোকানে বিভিন্ন প্রকার শিক্ষা উপকরন কিনতে পেরে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও খুশি। এসময় কথা হলে বিদ্যালয়ের শিক্ষার্থী আবু বক্কর জানায়, এমন বিচিত্র দোকান প্রথম দেখলাম। কারন সব দোকানেই বিক্রেতা থাকে, কিন্তু এ দোকানে কোন বিক্রেতা নেই। আমরা সকল শিক্ষার্থীই সততার সাথে এই দোকানে লেনদেন করব। দোকানের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা আদিতমারী জি,এস, মডেল স্কুল এন্ড কলেজের প্রশাসনিক প্রধান শওকাত আরা সিদ্দিকা বলেন, এমন একটি দোকান এ প্রতিষ্ঠানে চালু করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন তিনি। আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ তৈরীতে বিক্রেতা বিহীন “সততা স্টোর”দোকানকি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।