গাজীপুরের শীর্ষ সন্ত্রাসী কাউন্সিলর মামুন মন্ডলের একান্ত সহযোগী গ্রেফতার ॥

0
4781

গাজীপুর জেলার শীর্ষ সন্ত্রাসী মামুন মন্ডলের একান্ত সহযোগী হাবিবুর রহমান ওরফে পলাশ মন্ডলকে (২৫) মঙ্গলবার গ্রেফতার করেছে র‌্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানী। সে গাজীপুর সিটি কর্পোরেশনের বাদে কলমেশ্বর এলাকার মনির হোসেনের ছেলে। আব্দুল্লাহ আল মামুন মন্ডল গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

র‌্যাব-১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানী গাজীপুরের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলাম এর নেতৃত্বে একটি আভিযানিক দল গাজীপুর সিটি কর্পোরেশনের বাদে কলমেশ্বর এলাকায় মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে হাবিবুর রহমান ওরফে পলাশ মন্ডলকে (২৫) গ্রেফতার করে। সে গাজীপুর জেলার শীর্ষ সন্ত্রাসী আব্দুল্লাহ আল মামুন মন্ডলের একান্ত সহযোগী। তার বিরুদ্ধে চাঁদাবাজী,সন্ত্রাসী,দাঙ্গা হাঙ্গামাসহ বিভিন্ন অভিযোগে জয়দেবপুর থানায় ৮টি মামলা রয়েছে। পলাশ আসামী দীর্ঘদিন যাবৎ মামুন মন্ডলের ছত্রছায়ায় থেকে চাঁদাবাজী,সন্ত্রাসী,দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি ও মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে এলাকায় সন্ত্রাসীমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল।