বৃষ্টিহীন বরেন্দ্র, বিপাকে কৃষক

0
214

রাজশাহীর তানোর উপজেলা সহ বরেন্দ্র অঞ্চল জুড়ে ভরা বর্ষাতেও বৃষ্টির দেখা নেই। পানির অভাবে এসব অঞ্চলে আমনের জমি তৈরি, চারা রোপণ করতে পারছেন না কৃষকেরা। যেসব জমিতে আমনের চারা লাগানো হয়েছে, সেসব জমি পানির অভাবে ফেটে যাচ্ছে। অনেকে বাধ্য হয়ে শ্যালোইঞ্জিনচালিত যন্ত্রসহ বিভিন্ন উপায়ে জমিতে পানি দিচ্ছেন। তানোর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এ বছর প্রায় ২১ হাজার ১৩০হেক্টর জমিতে আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জুন মাসে সামান্য বৃষ্টিপাত হওয়ায় লক্ষ্যমাত্রার অর্ধেকের কিছু কম জমিতে চারা রোপণ করা হয়েছে। আর বৃষ্টি না হওয়ায় কৃষকেরা বাকি জমিতে চারা রোপণ করতে পারছেন না। অনেক কৃষক অগভীর নলকূপের মাধ্যমে সেচ দিয়ে চারা রোপণ করছেন।
সম্প্রতি সরেজমিনে বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, কোন জমিতে পানি নেই, ফলে জমি চাষ দিতে না পারায় ঘাঁসে ভরে আছে পুরো জমি। এর ফাঁকে ফাঁকে রোপা আমন রোপণের জন্য বীজ তলা তৈরি হয়েছে, যা রোপণের জন্য প্রস্তুত হয়ে গেছে।
কৃষকরা বলছেন, অল্পদিনের মধ্যে যদি রোপা আমন চাষ না করা যায় তাহলে বীজতলা নষ্ট হয়ে যাবে। কিন্তু পর্যাপ্ত বৃষ্টির অভাবে সেই বীজতলা এখন রোপণ করা যাচ্ছে না। তাছাড়াও বর্ষার সময়ের এই রোপা আমন ধান বৃষ্টির পানিতেই চাষ হয়। সেই বৃষ্টির ছিটে ফোটা পানি ছাড়া (ঢল মারা) মুশল ধারায় বৃষ্টি হচ্ছে না। ফলে আমন চাষ ব্যাপক হুমকির মধ্যে পড়েছে।
অপরদিকে যেসব জমিতে আলু চাষ করা হয়েছিল সেই জমিগুলো শুকনো অবস্থায় ট্রাক্টর দিয়ে চাষ করে রেখেছেন কৃষকরা। যাতে করে বৃষ্টি হলেই জমিতে লেগে থাকে পানি।
বৃহস্পতিবার দেশের বরেন্দ্র ভূমি হিসেবে পরিচিত জেলার তানোর উপজেলার বাঁধাইড়, মুন্ডুমালা ও কলমা ইউপি এলাকায় গিয়ে দেখা গেছে, অনেক কৃষক বাধ্য হয়ে শুকনো জমিতে ট্রাক্টর দিয়ে চাষ দিচ্ছেন, প্রায় জমি চাষ অবস্থায় পড়ে রয়েছে। এছাড়াও তালন্দ, সরনজাই, পাঁচন্দর ও তানোর পৌর এলাকায় আলু চাষ করা জমিগুলোও একই অবস্থায় রয়েছে।
তানোর পৌর এলাকার চাপড়া গ্রামের শিক্ষক শফিকুল ইসলাম জানান, আমন আবাদ বৃষ্টির ওপর নির্ভরশীল। বৃষ্টি না হওয়ায় বাধ্য হয়ে অগভীর নলকূপ দিয়ে সেচ দিতে হচ্ছে। এতে কৃষকদের ঘণ্টাপ্রতি ১০০ টাকা থেকে ১১০ টাকা ব্যয় হচ্ছে। এক একর জমিতে ১০ ঘণ্টা পানি দিয়ে চারা রোপণ করতে হয়। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।
তালন্দ ইউপির কালনা গ্রামের কৃষক সাইদ রানা জানান, প্রতিবছর এসময় রোপা আমন ধান রোপণ সম্পন্ন হয়ে যায়, কিন্তু এ বছর বৃষ্টির পানির অভাবে তা রোপণতো দূরের কথা জমিতে সময়মতো চাষ দেয়া যাচ্ছে না। ফলে মহাবিপাকে পড়েছে কৃষকরা। তবে অনেকেই বেশি টাকা খরচ করে বিভিন্নভাবে গভীর নলকূপের পানি দিয়ে চাষের বন্দোবস্ত করছেন বলেও জানান এ কৃষক।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, লক্ষ্যমাত্রার মধ্যে অল্পকিছু জমিতে ইতিমধ্যে চারা রোপণ করেছেন কৃষকেরা। বৃষ্টিপাত হলে বাকি জমিতে কৃষকেরা চারা রোপণ করবেন। চারা রোপণের এখনো সময় রয়েছে।
তিনি আরও জানান, আবহাওয়া পরিবর্তনের বিরূপ প্রভাবের ফলেই সময় মতো পাওয়া যাচ্ছে না বৃষ্টির পানি। ফলে বৃষ্টি না হওয়া পর্যন্ত বিকল্প হিসেবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকুপসহ বিভিন্নভাবে কৃষকদের আমনের জমিতে সেচ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।#