প্রতিবছর ৯ ডিসেম্বর দুর্নীতি বিরোধী দিবস হিসেবে পালিত হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।বৈঠকে প্রতিবছর ৬ এপ্রিল আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে পালনেরও সিদ্ধান্ত হয়।দুর্নীতি বিরোধী দিবস ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ‘খ’ তালিকায় অন্তর্ভুক্ত হবে। দিবস দু’টি যথাযথভাবে পালনে এ সম্পর্কিত প্রয়োজনীয় গেজেট নোটিফিকেশন ইস্যু করা হবে বলে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফকালে এ কথা বলেন।
মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন।বৈঠকে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে ডিপ্লোমেটিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সম্পর্কিত চুক্তির খসড়ার অনুমোদন দেয়া হয়।প্রধানমন্ত্রী সভার শুরুতে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানী সেনাবাহিনী ও তাদের স্থানীয় দোসরদের গণহত্যা ও যুদ্ধাপরাধের আলোকচিত্র সম্বলিত ৭১টি স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম উন্মোচন করেন।বৈঠকে মুক্তিযুদ্ধকালীন সময়ের উপর নির্মিত একটি স্বল্পদৈর্ঘ প্রামাণ্য ভিডিও প্রদর্শিত হয়।
শ্রীলঙ্কার সঙ্গে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরের প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভা।শফিউল বলেন, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস যেটা সারা বিশ্বে উদযাপিত হচ্ছে সেটা আমাদের দেশে পালনের জন্য দিসবটিকে মন্ত্রিপরিষদ বিভাগের ‘খ’ তালিকাভুক্ত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।এছাড়া ৬ এপ্রিলকে আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে পালনের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন দিয়ে দিবসটিকে এ সংক্রান্ত পরিপত্রের ‘খ’ তালিকাভুক্ত করতে সায় দিয়েছে বলেও মন্ত্রিপরিষদ সচিব জানান।