সাইফউদ্দিনের শতকে টাইগার যুবাদের সিরিজ জয়

0
0

অস্ট্রেলিয়া সফরটা ভালোই যাচ্ছে বিসিবি হাইপারফরম্যান্স দলের। টানা তৃতীয় ম্যাচে জয় পেয়েছে লিটন দাসের দল। আগের দুই ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও নর্দান টেরিটরি দলকে হারিয়েছে টাইগার যুবারা। প্রথম ম্যাচে এক উইকেটে, দ্বিতীয় ম্যাচে ৭০ রানে জয়ের পর তৃতীয় ম্যাচে ৪২ রানের জয় পেল দলটি। ডারউইনের মারারা ক্রিকেট মাঠে বিসিবি হাইপারফরম্যান্স দলের দেওয়া ২৬৭ রানের জবাবে খেলতে নেমে ২২৫ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরি একাদশ।

টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ হাইপারফরম্যান্স দলের অধিনায়ক লিটন কুমার দাস। ব্যাটসম্যানদের রান পাওয়ার ম্যাচে ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৭ রান করে টাইগার যুবারা। দলের হয়ে সেঞ্চুরি করেন অলরাউন্ডার সাইফউদ্দিন। ১০৪ রান করেন এই ক্রিকেটার। এ ছাড়া, ওপেনার এনামুল হক বিজয় করেন ৩৬ রান। প্রথম ম্যাচে জয়ের নায়ক স্পিনার তানভীর হায়দার এই ম্যাচে করেন ৩৬ রান।

বড় জয়ের লক্ষ্যে খেলতে নেমে টাইগার বোলারদের সামনে অসি তরুণ দলটি মোটেও সুবিধা করতে পারেনি। দলটির হয়ে একাই লড়াই করেন অ্যালেক গ্রেগরি। ১৪৪ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন এই ব্যাটসম্যান। তবে দলকে জেতাতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ২২৫ রানেই গুটিয়ে যায় নর্দান টেরিটরি। এই ম্যাচ জয়ের মাধ্যমে সিরিজ জিতল বিসিবির হাইপারফরম্যান্স দল।