তানোরে সরকারি জায়গার শতবর্ষী গাছ কেটে আতœসাৎ

0
0

রাজশাহীর তানোরে বিএনপি মতাদর্শী সমাজপতির বিরুদ্ধে সরকারি জায়গা জবরদখল ও জায়গার উপর থেকে প্রায় শতবর্ষী একটি পাইকড় গাছ কেটে আতœসাত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়দের পক্ষে নাদের আলী বাদি হয়ে সমাজপতি আব্দুল লতিফসহ ৪ জনের বিরুদ্ধে তানোর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, চলতি বছরের ৬ জুন তানোর উপজেলার কলমা ইউপি’র ভালুকাকান্দর গ্রামের বাসিন্দা সোহরাব আলীর পুত্র ও বিএনপি মতাদর্শী সমাজপতি আব্দুল লতিফ তার ৪ সহযোগীদের নিয়ে ভালুকাকান্দর মৌজার ১৬৬৯ নম্বর দাগে অবস্থিত একটি শতবর্ষী পাইকড় গাছ কেটে আতœসাত করেছেন। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শওকাত আলী ঘটনা সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রণজিৎ কুমারকে নির্দেশ দেন। এদিকে চলতি বছরের ৮ জুন সার্ভেয়ার ঘটনা সরেজমিন পরিদর্শন করে গাছ কাটার অভিযোগের সত্যতা পেয়েছেন এবং এতে সরকারের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার গাছ নিধনকারী আব্দুল লতিফসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেয়ার পর রহস্যজনক কারনে ওই ঘটনায় মামলা না করার জন্য আবারো নির্দেশ দেন ইউএনও।

এদিকে প্রতিবেদন দাখিলের ১মাস পার হলেও রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে এখনো কোনো মামলা বা অইনানুগ ব্যবস্থা গ্রহণ না করায় গ্রামবাসির মধ্যে চাপাক্ষোভ ও চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। এঘটনাকে কেন্দ্র করে যেকোনো সময় খুন-জখম বা রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে গ্রামবাসি শঙ্কিত রয়েছে।
নাম গ্রামবাসী অভিযোগ করে বলেন, ভালকা কান্দর গ্রামের জৈনক এক ব্যাক্তির নিকট আতœীয় অভিযুক্তদের বাচানোর জন্য ইউএনও’র কাছে তদবির করায় এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন না করে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন। এব্যাপারে তানোর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রণজিৎ কুমার বলেন, প্রতিবেদন দেয়ার পর ইউএনও স্যার মামলা করার নির্দেশ দিয়েছিল, কিন্তু পরবর্তীতে তিনি আবার মামলা না করার নির্দেশ দিয়েছেন, যেকারণে এখানো মামলা করা হয়নি। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শওকাত আলী অভিযোগ অস্বীকার করে বলেন, এখনো কেনো মামলা করা হয়নি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি কলমা ইউপি’র সদস্য (মেম্বার) আবু সাঈদ বলেন, শুনেছি মামলা করা হবে তবে এখনো কোনো মামলা করা হয়নি বিষয়টি রহস্যজনক। কলমা ইউপি চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, গাছ কাটার বিষয়টি প্রমানিত হওয়ার পরও যদি আইনগত ব্যবস্থা না নেয়া হয়, তাহলে এলাকায় গাছ যে কেউ কেটে নিবে। ইউএনও’র রহস্যজনক ভুমিকায় এলাকায় যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটলে ইউএনও দায়ি থাকবেন। এব্যাপারে আব্দুল লতিফ বলেন, গ্রামবাসিদের সকলের সম্মতিতে মসজিদের উন্নয়নের জন্য গাছ কাটা হয়েছে, এখনে তার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই জানিয়ে সাংবাদিকদের এড়িয়ে যান তিনি। এব্যাপারে যোগাযোগ করা হলে তানোর উপজেলা নির্বাহী অফিসার শওকাত আলী বলেন, শুনেছি গাছ কাটা হয়নি, ডাল কাটা হয়েছে, আমি নিজে আগামী সপ্তাহে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে দেখার পর ব্যবস্থা নিবো বলে জানান তিনি।