২০১৮ বিশ্বকাপ জিতে আবারো উল্লাসে মাততে চান জার্মান ফুটবলাররা

0
319

২০১৮ বিশ্বকাপে এই রাশিয়ায় শিরোপা জিতে উল্লাসে মেতে উঠতে চায় জার্মানি। দারুণ জয়ের পর এমনটিই জানালেন বিজয়ী দলের ফুটবলাররা। আর জয়ের পুরো কৃতিত্ব ফুটবলারদেরকেই দিলেন কোচ জোয়াকিম লো। প্রিয় দলের জয়ে নেচে গেয়ে উদযাপন করেছে জার্মান সমর্থকরা। এদিকে এ ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে আরো ভাল করতে চায় চিলি।

ড্রেক্সলার-ওয়ের্নার-গোরেৎজকা, ডেমারবে, স্টিন্ডেল। কনফেডারেশনস কাপে অনেকের প্রথম অংশগ্রহণ। কারো আবার হাটি হাটি পা করে খেলা হয়েছে চারটা কিংবা ৫টা ম্যাচ। এক ঝাক নবীন সৈনিক। সেই নবীনদের কাঁধে ভর করেই মহাদেশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে বিজয় কেতন উড়লো জার্মানির।

অবসরে লাম, নেই মুলার, গোতজে, শুরলেদের মত অভিজ্ঞরা। কিন্তু তবুও এই নবীনদের নিয়েই চিলি’কে হতাশায় ডুবিয়ে প্রথমবারের মত কনফেডারেশনস কাপ গেল জার্মানদের ঘরে। জয়ের মূল কাণ্ডারি লো’কে ঘিরেই তাই ছিলো সব উল্লাস। তবে, যুদ্ধ জয়ের এই কৃতিত্ব বিজয়ী বীরদেরই দিলেন কোচ।

জার্মানির কোচ জোয়াকিম লো বলেন, ‘আমি মনে করি ছেলেরা অনেক বড় একটা কাজ করেছে। অভিজ্ঞতায় ওরা নবীন হলেও, চিলির মত একটা দলকে ফাইনালে হারিয়েছে। আমি মনে করি যোগ্য দল হিসেবেই শিরোপা জিতেছি আমরা। এর পুরো কৃতিত্ব ওদেরই পাওয়া উচিত।’

এমন সাফল্যের পর দারুণ উল্লাসিত ফুটবলারও। গোলরক্ষক টার স্টেগান বলেন, ‘জার্মানির মত একটা দলের হয়ে খেলা সব সময়ই একটা বাড়তি চাপ । সে চাপ পেছনে ফেলে আমরা জয় পেয়েছি। এতেই খুশি।’ এদিকে মুস্তাফি বলেন, ‘এ জয় আমাদের নতুন করে অনুপ্রেরণা যোগাবে আগামীতে আরো ভাল খেলার। সামনে বিশ্বকাপ ফুটবল। এই রাশিয়াতেই আবারো আমরা আরো একটি জয় উদযাপন করতে চাই।’ দারুণ পারফর্ম করেও, এ হার কিছুতেই মেনে নিতে পারছেনা চিলির ফুটবলাররা।

চিলির গোলরক্ষক ক্লদিও ব্রাভো বলেন, ‘এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। পুরো ম্যাচ আমরা দারুণ খেলেছি। কিন্তু সামান্য ভুলের কারণে হেরে যেতে হয়েছে। আগামীতে এ ভুল থেকে শিক্ষা নিয়ে আরো ভালো করতে চাই।’ এদিকে তরুণদের কাঁধে ভর করে এমন অসম্ভবকে সম্ভব করেছেন লো, তা যেন বিশ্বাসই হচ্ছিলো না মাঠে আসা এই জার্মান সমর্থকদের। তবুও শত প্রতিবন্ধকতার পর জার্মানি জয় পেয়েছে এতেই খুশি তারা। এক সমর্থক বলেন, ‘আজ আমরা দারুণ খুশি। লো না থাকলে এটা সম্ভবই হতে পারতোনা।’ আরেকজন বলেন, ‘আমরা ভাবতেই পারিনি সত্যিই ওরা ফাইনালে জিতবে। এ জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এরপর আমরা বিশ্বকাপ জিততে চাই।’ এদিকে দুর্দান্ত একটা আসরের শেষটা হার দিয়ে হওয়ায় হতাশা নিয়েই ফিরেছে চিলির সমর্থকরা।