ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে জাতি হতাশ: আওয়ামী লীগ

0
159

ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় আপিল বিভাগ বহাল রাখায় জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ। রায়ের পর এক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফ বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়া আপিল বিভাগের রায়ে জাতি হতাশ হয়েছে। সোমবার সকালে কারওয়ান বাজারে নিজ কার্যালয়ে তিনি বলেন, এ রায় বাহাত্তরের সংবিধানের মূল স্পিরিট থেকে সরে গেল। রাষ্ট্রপতিকে অভিশংসনের ক্ষমতা যেখানে সংসদের হাতে, সেখানে বিচারপতিদের ক্ষেত্রেও এটিই হওয়া যৌক্তিক ছিল।

সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোটের রায় সোমবার আপিল বিভাগে বহাল রাখা হয়। এরফলে বিচারপতিদের অপসারণের ক্ষমতা আর জাতীয় সংসদের হাতে থাকবে না। এ ক্ষমতা চলে যাবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে।