বঙ্গবন্ধু স্যাটেলাইট পরিচালনার জন্য গঠিত হচ্ছে কোম্পানি

0
209

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ ছাড়া বীজ  ইন-২০১৭-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় সচিবালয়ে মন্ত্রিসভার সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড গঠনের প্রস্তাবটি উপস্থাপন করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের সফল আয়োজন সম্পন্ন হয়েছে। এখন এই স্যাটেলাইট ব্যবস্থাপনার জন্য একটি কোম্পানি গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ফলে কোম্পানি গঠনের প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, কোম্পানির অনুমোদিত মূলধন হবে পাঁচ হাজার কোটি টাকা। ১০ টাকা মূল্যের ৫০০ কোটি শেয়ার ছাড়া হবে। এই কোম্পানি পরিচালনার জন্য ১১ সদস্যের একটি কমিটি হবে। কমিটির সবাই হবেন সরকারি কর্মকর্তা। আর চেয়ারম্যান হবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব।

এ ছাড়া আজ মন্ত্রিসভার বৈঠকে বীজ আইন-২০১৭-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এ আইনের খসড়ার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটি সামরিক সরকারের আমলের একটি অধ্যাদেশ দ্বারা বীজ ব্যবস্থাপনা, উৎপাদন, সংরক্ষণ, আমদানি, ক্রয়-বিক্রয় হতো। সেই অধ্যাদেশটিকে এখন আইনে রূপান্তর করা হচ্ছে। পাশাপাশি আইনটিকে বাংলায় করা হচ্ছে বলে জানান মো. শফিউল আলম।