ফরহাদ মজহারকে ‘অপহরণ’

0
0

বিশিষ্ট কলামিস্ট, লেখক, কবি ফরহাদ মজহারের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।সোমবার এ বিষয়ে আদাবর থানায় ফরহাদ মজহারের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বলছে, বিষয়টি তারা খতিয়ে দেখছে। অল্প সময়ের মধ্যেই তার খোঁজ পাওয়া যাবে।

ফরহাদ মজহারের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, কে বা কারা সোমবার সকাল সাড়ে ৫টায় ফরহাদ মজহারের ব্যক্তিগত ফোন থেকে ফোন করে ৩৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এরপরে অন্য একটা ফোন থেকে আবার ফোন দিয়ে ফরহাদ মজহারকে দিয়ে কথা বলানো হয়। সেসময় ফরহাদ মজহার বলেন, ‘‘আমাকে ঢাকার বাইরে নিয়ে যাওয়া হচ্ছে।” ওটাই ছিল তার সর্বশেষ ফোন । এরপরে আর কোন যোগাযোগ করা যায়নি।

পুলিশের তেজগাঁও অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ফরহাদ মজহারের পরিবারের পক্ষ থেকে অাদাবর থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। খুব দ্রুতই তার খোঁজ পাওয়া যাবে বলে আমরা আশা করছি। ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতার জানান, সোমবার ভোরে রাজধানীর শ্যামলী থেকে ভোর পাঁচটার দিকে বের হন। কিছুক্ষণ পরে ফরহাদ মজহার ফোন করে ভয়ার্ত কণ্ঠে বলেন, ‘‘ওরা আমাকে নিয়ে যাচ্ছে, ওরা আমাকে মেরে ফেলবে’’। এরপর তার ফোন বন্ধ হয়ে যায়। বাসার ভিডিও ফুটেজেও দেখা গেছে, ফরহাদ মজহার নেমে যাচ্ছেন। তার মোবাইল ফোন ট্র্যাকিং করে প্রথমে তার অবস্থান মানিকগঞ্জ এবং পরে মাগুরায় ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।