উত্তরায় হোটেল ও রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে, এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার

0
208

রাজধানীর উত্তরায় রাজলক্ষ্মী মার্কেটের বিপরীতে সি শেল হোটেলে ও পাশের আরও দুটি ভবনে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় চার ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীরা এক নারীসহ দুইজনের মরদেহও উদ্ধার করেছে তারা। একই মালিকাধীন হোটেল ও রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উদ্ধার করা লাশ দুটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, নিহত দুইজনের পরিচয় পাওয়া যায়নি। তবে পুরুষের বয়স আনুমানিক ৩৫ ও নারীর বয়স ২৫ বছর। অগ্নিকাণ্ডে নিহতরা ৬তলা ভবনের ৪র্থ তলার ৩০২ নং রুমে ছিল বলে জানিয়েছেন উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম।

ফায়ার সার্ভিসের পরিচালক মেজর শাকিল নেওয়াজ সাংবাদিকদের জানান, আগুন লাগার ঘটনার পরপরই সি শেল রেস্তোরাঁয় থাকা সিউকরিটি গার্ডরা পালিয়ে যায়। যার ফলে আগুন পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। সি শেল রেস্তোরাঁর ৪ তলা ভবনটির সবকটি তলায় বিভিন্ন আসবাবপত্র ছিল। যে কারণে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে। এ ছাড়া ভবনের গ্লাসগুলো থাই গ্লাস হওয়ায় গ্লাসের তাপ ১০০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে গেছে। এতে ক্লাসগুলো খসে পড়ছে। যার ফলে ফায়াস সার্ভিসের লোকজন অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে।