আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় ২৫ টি বাড়ীঘর ভাংচুর, লুট আতংকে গ্রাম ছাড়ছে মানুষ

0
0

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে ২৫ টি বাড়ীঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। রোববার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর লুট আতংকে গ্রাম ছাড়ছে ওই গ্রামের সাধারণ মানুষ। এলাকাবাসী জানায়, শৈলকুপার উমেদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাব্দার মোল্লার সমর্থক লক্ষনদিয়া গ্রামের আশরাফুজ্জামান বেল্টু ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান বাবুলের সমর্থক শহিদুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার রাতে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে রোববার সকালে শহিদুল ইসলামের সমর্থকরা বেল্টুর সমর্থকদের বাড়ীতে হামলা চালায়। এসময় ওই গ্রামের সোহরাব মুন্সী, শরিফুল ইসলাম, রাসেল মুন্সী, মাসুদ শেখ, করিম শেখ, বাদল শেখ, লিটন শেখ, ফজো শেখ, মধু শেখ, মোজাম্মেল হক মোল্লা, ইদ্রিস আলী, রবিউল ইসলাম, শমসের মোল্লা, জাবেদ মোল্লা, মেছের মোল্লা, ইসলাম শেখ, মোশাররফ শেখ, সাইদুর রহমান, শরিফুল ইসলাম মোল্লা, রানা হোসেন, ফজো শেখ, নজরুল শেখসহ ২৫ জনের বাড়ী-ঘর ভাংচুর করা হয়। ঘটনার সংবাদ পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। এদিকে লুট আতংকে গরু, ছাগল ও মালামাল নিয়ে গ্রাম ছাড়ছেন ওই এলাকার মানুষ।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, ঘটনার পর থেকে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে।

খালিদ বিন মিজান শিশির, ঝিনাইদহ।