মালয়েশিয়ায় আটক অবৈধ শ্রমিকদের বেশিরভাগই বাংলাদেশি

0
379

মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ অবৈধ বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করেছে। শুক্রবার (৩০ জুন) দিবাগত মধ্যরাত থেকে মালয়েশিয়াজুড়ে এই অভিযান শুরু হয়। প্রথম দিন অভিযানে বৈধ কাগজপত্র না থাকা ৫১ জন শ্রমিককে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে বেশিরভাগ শ্রমিক বাংলাদেশি বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য স্টার।খবরে বলা হয়েছে, অভিবাসন কর্তৃপক্ষের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী নিজেই একটি অভিযানে নেতৃত্ব দেন। শুক্রবার দিবাগত রাতে কাপার এলাকার জালান জাতি কিরিতে অবস্থিত একটি অস্থায়ী ডরমেটরিতে এ অভিযান চালানো হয়। এ সময় ২৩৯ জন শ্রমিকের কাগজপত্র যাচাই করা হয়। এদের মধ্যে ৫১ জনের বৈধ কাগজপত্র ছিল না। পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য তাদের আটক করা হয়েছে।মুস্তাফার জানান, এসব শ্রমিকদের বেশিরভাগই ফার্নিচার ও প্লাস্টিক উৎপাদন কারখানায় কাজ করতেন।

মিয়ানমারের এক নারী শ্রমিক জানান, তিনি চূড়ান্ত সময়সীমা সম্পর্কে জানতেন না। এই শ্রমিক বলেন, আমার নিয়োগ কর্তা শ্রমিকদের জন্য কার্ড আনতে গিয়েছিলেন। কিন্তু সবার কার্ড তিনি পাননি। তিনি আরও জানান, নিয়োগ কর্তা তাদের উদ্বিগ্ন না হতে বলেছিলেন।এর আগে শুক্রবার এক সংবাদ সম্মেলনে দাতুক সেরি মুস্তাফার আলী বলেন, ১ জুলাইয়ের পর কোনও প্রতিষ্ঠানে অবৈধ শ্রমিক ধরা পড়লে জনপ্রতি ১০ হাজার রিংগিত জরিমানা করা হবে। কোনও অনিয়ম পাওয়া গেলে তাদের আদালতে নেওয়া হবে। অবৈধ শ্রমিকদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। তবে শেষ মুহূর্তে অবৈধ শ্রমিকদের সুবিধার্থে দেশজুড়ে ইমিগ্রেশন বিভাগ ২৮ থেকে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত ই-কার্ড নিবন্ধনের কাজ করবে।

চলতি বছরের ১৫ ফেব্র“য়ারি থেকে সরকার ঘোষিত ওই ই-কার্ড বা এনফোর্সমেন্ট কার্ড আবেদনের সুযোগ দেয় মালয়েশিয়া সরকার।ই-কার্ড রেজিস্ট্রেশনের চূড়ান্ত সময়সীমা ছিল ৩০ জুন। ১৫ ফেব্রুয়ারি ই-কার্ড রেজিস্ট্রেশন চালু করা হয়। এর মধ্য দিয়ে অবৈধ শ্রমিকদের অস্থায়ীভাবে কাজ করার অনুমতির সুযোগ দেওয়া হয়। শ্রমিকদের বিনামূল্যে এই কার্ড দেওয়া হচ্ছে। ২০১৮ সালের ১৫ ফেব্র“য়ারি পর্যন্ত ই-কার্ডের মেয়াদ থাকবে।এদিকে, দ্য স্টার-এর আরেকটি খবরে বলা হয়েছে দেশটির পিরাক এলাকায় পৃথক দুটি অভিযানে ৩৫জন অবৈধ শ্রমিককে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে মিয়ানমারের ২২ জন, ইন্দোনেশিয়ার ৩ জন, বাংলাদেশের ১জন ও নেপালের ৯জন শ্রমিক রয়েছেন।পিরাক অভিবাসন অভিযানের প্রধান সুহাইরি বাহ আলী জানান, অভিযান দুটি চালানো হয় মেংলেম্বু ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ও তামান মেংলেম্বু ইম্পিয়ানা আদ্রিলে। তদন্তের জন্য কারখানার মালিককেও আটক করা হয়েছে। দেশটির অভিবাসন মন্ত্রণালয় জানিয়েছে, এ সুযোগ নেওয়া শ্রমিকের হার মাত্র ২৩ শতাংশ। আর মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করছেন প্রায় ৬ লাখ শ্রমিক। সূত্র: দ্য স্টার।