তানোরে যথাযোগ্য মর্যাদায় ১৬২তম সাঁন্তাল হুল দিবস পালিত

0
0

রাজশাহীর তানোরে সাঁওতাল বিদ্রোহের ইতিহাসকে স্বরণ এবং এর তাৎপর্য ও তাদের জীবন সংগ্রামের ইতিহাসকে আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের নতুন প্রজন্মের নিকট তুলে ধরার জন্য প্রতি বছর ন্যায় এবারও সাঁওতাল সম্প্রদায় দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করেছেন। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে জাতীয় আদিবাসী পরিষদ ও তানোর সাঁওতাল জাগরন আখড়ার আয়োজনে মহান সাঁওতাল বিদ্রোহের ১৬২তম দিবস পালিত হয়েছে। র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে তারা দিবসটিকে স্বরণ করেন। উপজেলা সাঁওতাল জাগরন আখড়ার নেতা মিষ্টার রমেশ মুর্মুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও জেলা আ.লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী।

সাংসদ ফারুক চৌধুরী তার বক্তব্যে বলেন, ‘সাঁওতাল বিদ্রোহ ছিল তৎকালীন সময়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম পদক্ষেপ, যা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তৎকালীন সাঁওতাল আদিবাসীরা যে নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, তা এখন পূরণে জনবান্ধব শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই আদিবাসীদের সার্বিক উন্নয়নের জন্য সকল আদিবাসীদের দলমত নির্বিশেষে এক হয়ে কাজ করতে হবে। একই সাথে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।’

ফারুক চৌধুরী আরও বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এখন উন্নত রাষ্ট্রে পরিনত হতে চলেছে। তাই উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে দলমত, জাতি-ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান তিনি।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রীমতি বন্দনা রানী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক ও প্রভাষক রাকিবুল সরকার পাপুল, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা আ.লীগের দপ্তর বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, তানোর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ও প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, সাধারন সম্পাদক জুবায়ের হোসেন, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, আব্দুল মতিন, মজিবুর রহমান, আবুল কাশেম, আব্দুল মালেক, তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো, সাধারণ সম্পাদক ওহাব সরদার, পারগানা সুপোল হেমরম, সনত বাসস্কী, পাচঁন্দর ইউপির সংরক্ষিত মহিলা সদস্য সমিরন কিস্কু, সমাজসেবক গনেশ মার্ডী, শুকুমার কিস্কসহ স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দ এবং সাধারণ আদিবাসী জনগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাঁওতাল বিদ্রোহের মহানায়ক সিধু-কানু-চাঁদ-ভৈরব-ফুলমনি মুরমু এর নেতৃত্বে জমিদার, মহাজন, পুলিশ, ঠিকাদার ও ব্রিটিশ সরকারের জুলুম অত্যাচার, হত্যা, ধর্ষন, লুটপাট ও গ্রামকে গ্রাম অগ্নিসংযোগ এর প্রতিবাদে ১৮৫৫ সালের ৩০ জুন আদিবাসী সাঁওতালসহ সকল শ্রেনীর সংগ্রামী গরীব মানুষ সমবেত হয়ে কৃষকদের অধিকারের দাবীতে গণসংগ্রাম গড়ে তোলে এবং ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ন হন। ব্রিটিশের সাথে লড়াই করে প্রায় ১০ হাজার সাঁওতাল জীবন দিয়েছিলেন। জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে প্রতি বছর উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।

মিজানুর রহমান, তানোর (রাজশাহী) প্রতিনিধি